মঠবাড়িয়ায় রোববার প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু ॥ পরীক্ষার্থী ৫ হাজার ৮শ ৪ জন
দিলীপ মজুমদার : সারা দেশের ন্যায় মঠবাড়িয়ায় রোববার থেকে শুরু হচ্ছে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা’১৭। ইতিমধ্যে পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষ্যে উপজেলা প্রশাসন সকল প্রকার ব্যবস্থা নিয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চলতি বছর ২শ ৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৯টি কিন্ডার গার্ডেন, ৮টি নন রেজিষ্ট্রার প্রাথমিক বিদ্যালয়, ১টি এনজিও ও ১টি হাইস্কুলের মোট ৪ হাজার ৪শ ৭৩ জন পরীক্ষার্থী ১৯টি কেন্দ্রে প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নিবে। অপরদিকে ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় স্বতন্ত্র ইবতেদায়ী ২৪টি ও উচ্চ মাদ্রাসা সংযুক্ত এবতেদায়ী ৪৭টি প্রতিষ্ঠানের ৭টি কেন্দ্রে ১ হাজার ৩শ ৩১ জন পরীক্ষার্থী অংশ নিবে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, চলতি বছর প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ৫ হাজার ৮শ ৪ জন। ইতিমধ্যেই পরীক্ষা গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জিএম সরফরাজ জানান, সুষ্ঠভাবে পরীক্ষা সম্পাদনের লক্ষ্যে প্রতিটি কেন্দ্রে একজন করে দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তা পরীক্ষা চলাকালীন সময়ে দায়িত্ব পালন করবেন। ইতিমধ্যেই সকল শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণের বৈঠক করা হয়েছে। তারপরেও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্কুল ম্যানেজিং কমিটি, পুলিশ, গ্রাম পুলিশকে সুষ্ঠভাবে পরীক্ষা সম্পন্ন করার জন্য সহযোগিতা কামনা করা হয়েছে।
Comments
আরও পড়ুন





