মঠবাড়িয়ায় রিকশা চালক ও কর্মহীনদের জরিমানা না করে খাদ্য সহায়তা দিলেন এ্যাসিল্যান্ড

স্টাফ রিপোর্টার ঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় চলমান লকডাউনের তৃতীয় দিনে আইন অমান্য করে রিকশা ও কাজের সন্ধানে পৌর শহরে আসা চালক ও দিন মজুরদের খাদ্য সহায়তা দিয়ে বাড়ি পাঠিয়ে দিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মেজিষ্ট্রেট আকাশ কুমার কুন্ডু। আজ রোববার সকালে শহরের বিভিন্ন সড়কে হত দরিদ্র চালকরা জীবিকা নির্বাহের তাগিদে রিকশা ও অটো রিকশা নিয়ে বের হলে জরিমানা না করে তাদের হাতে খাদ্য সামগ্রী পৌছে দেন। এ সময় আরো কর্মহীন দিন মজুর ও ক্ষুদ্র ব্যবসায়ীসহ মোট ১৫ জনের প্রত্যেককে ১০ কেজি চাল, ১কেজি মুশরি ডাল, ১কেজি আলু, ১ কেজি লবন ও ১ লিটার সয়াবিন তেল প্রদান করা হয়। এ খাদ্য সহায়তা বিতরণের সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফেরদৌস ইসলাম, থানার অফিসার ইনচার্জ(ওসি) মুহাম্মদ নুরুল ইসলাম বাদলসহ গণমাধ্যম কর্মিরা উপস্থিত ছিলেন। প্রশাসনের এমন উদ্যোগে স্থানীয়দের মাঝে দারুন প্রভাব ফেলেছে।
জানা যায়-করোনা সংক্রমনের বিস্তার রোধে তৃতীয় ধাপে লক ডাউনের তৃতীয় দিনে মঠবাড়িয়া পৌর শহর ও ১১ ইউনিয়নের বিভিন্ন এলাকায় রিকশা চালক, ক্ষুদ্র ব্যবসায়ী ও দিন মজুর কর্মহীন হয়ে পরিবার পরিজন নিয়ে ভোগান্তিতে পড়ে।এজন্য তারা রাস্তায় জীবিকার তাগিদে লক ডাউনের আইন অমান্য করে রাস্তায় বের হলে প্রতি পরিবারের ৭ দিনের খাদ্য সহায়তা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়।
সহকারী কমিশনার (ভূমি) আকাশ কুমার কুন্ডু বলেন-চলমান লকডাউন সফল করতে কর্মহীন মানুষরা যাতে ৭ দিন পরিবার পরিজন নিয়ে ঘরে থাকতে পারে এজন্য তাদের প্রধান মন্ত্রীর মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।
Comments
আরও পড়ুন





