মঠবাড়িয়ায় ব্যবসায়ী বিমল কোটি টাকা নিয়ে উধাও ॥ পাওনাদারদের মাথায় হাত
দিলীপ মজুমদার : মঠবাড়িয়া পৌরশহরের এক ডিস্ট্রিবিউটর ব্যবসায়ী প্রায় কোটি টাকা নিয়ে রহস্যজনক আত্মগোপনে রয়েছে। ফলে ওই ব্যবসায়ীর কাছে পাওনা ব্যাংক, এনজিও ও ব্যক্তিগত পাওনাদাররা হতাশায় কাটাচ্ছে।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, পিরোজপুর বাসস্ট্যান্ড সংলগ্ন রেজওয়ান সুপার মার্কেটের মেসার্স সততা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী বাবু বিমল মজুমদার গত দু’দিন ধরে লাপাত্তা। গুঞ্জন উঠছে আনুমানিক প্রায় কোটি টাকা ঋণের দায়ে ওই ব্যবসায়ী আত্মগোপনে রয়েছে। গত দু’দিন ধরে প্রাণ, ফ্রেশ, কেয়া সহ বিভিন্ন ডিষ্ট্রিবিউটরের ওই দোকান বন্ধ থাকায় বিষয়টি জানাজানির পর আজ মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাওনাদাররা দোকানের সামনে ভীড় জমায়।
রেজওয়ান সুপার মার্কেটের স্বত্বাধিকারী ও সাবেক ইউপি সদস্য আবদুল রব জানান, তার পরিবারের ১০ লক্ষ টাকা ওই বিমলের কাছে পাওনা রয়েছে। পৌরশহরের নুর ইসলাম এন্টারপ্রাইজের মালিক কামরুজ্জামান জানান, বিমলের কাছে মালামাল বিক্রয়ের ২ লাখ ৮৩ হাজার টাকা পাওনা আছে। অপর ব্যবসায়ী কাবুল জমাদ্দার অলিম্পিক কোম্পানী ও গ্লোব সফট ড্রিংক কোম্পানীর মালামাল বাবদ তিনিও ১ লাখ টাকা পাওনা বলে দাবী করেন। বহেরাতলার বাসিন্দা শাহ আলম ও মোস্তফা তারাও বিমলের কাছে ৬ লাখ টাকা পায় বলে দাবী করেন।
মঠবাড়িয়া মুক্তিযোদ্ধা কমান্ডার বাচ্চু মিয়া আকন জানান, তিনি জামীনদার হয়ে গত একবছর আগে ব্যবসায়ী বিমলকে তার এক নিকট আত্মীয়ের কাছ থেকে ৬ লাখ টাকা ব্যবসায় এনে দেয়। এখন বিমল আত্মগোপন করায় তিনি চিন্তিত হয়ে পড়েছেন।
সোশ্যাল ইসলামী ব্যাংক সাফা বন্দর শাখার ম্যানেজার মো. রিয়াজ উদ্দিন জানান, বিমল মজুমদারকে জমির মর্টগেজ ও দোকানের মালামালের স্টক দেখে ওই শাখা থেকে ২৫ লাখ টাকা লোন দেওয়া হয়। টাকা পরিশোধ না করে ব্যবসায়ী বিমল আত্মগোপন করায় আজ মঙ্গলবার রাতে মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেন (যার নং- ১১১২)।
স্থানীয়রা জানান, ব্যাংক, এনজিও ও বিভিন্ন লোকের কাছ থেকে প্রায় কোটি টাকা ব্যবসায়ে নিয়ে এখন সে লাপাত্তা।
Comments
আরও পড়ুন





