মঠবাড়িয়ায় প্রেমে ব্যর্থ হয়ে কলেজ ছাত্রী লিমার আত্মহত্যা: এলাকায় শোকের ছায়া
দিলীপ মজুমদার : পিরোজপুরের মঠবাড়িয়ায় লিমা আক্তার (২০) নামে এক কলেজ ছাত্রী বিষপানে আত্মহত্যা করেছে। থানা পুলিশ সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই ছাত্রীর লাশ উদ্ধার করেছে। নিহত লিমা উপজেলার পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের আনোয়ার হোসেন আকনের মেয়ে। সে পৌর শহরের মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী।
থানা সূত্রে জানা গেছে, সোমবার সকালে কলেজে আসার কথা বলে বাড়ি থেকে বের হয়ে জরিপেরচর গ্রামের প্রেমিক রাসেলের বাড়ি থেকে ২শ গজ দুরে বশে বিষপান করে অসুস্থ হয়ে পড়ে। এসময় প্রত্যক্ষদর্শীরা গুরুতর অসুস্থ্য দেখে ওই মেয়েটিকে আশংকাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে কলেজ ছাত্রীর আত্মহত্যার ঘটনায় মহিলা কলেজ সহ নিজের এলাকায় শোকের ছায়া নেমে আসে।
মঠবাড়িয়া থানার এসআই জামাল উদ্দিন জানান, এ ঘটনায় মঠবাড়িয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। ওই ছাত্রীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে প্রেরণ করা হয়েছে।
Comments
আরও পড়ুন





