মঠবাড়িয়ায় প্রশাসনের উন্নয়ন মেলা পরিদর্শন করলেন তথ্য সচিব

দিলীপ মজুমদার : ‘উন্নয়নের রোল মডেল শেখ হাসিনার বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মঠবাড়িয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ৩দিন ব্যাপী উন্নয়ন মেলা শুরুর প্রথম দিন বৃহস্পতিবার দুপুরে স্টল পরিদর্শন করলেন তথ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. নাসির উদ্দিন আহমেদ।তিনি ঘুরে ঘুরে সকল স্টল পরিদর্শন করেন। এসময় তার সাথে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জি.এম সরফরাজসহ সরকারী দপ্তরের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।
এর আগে মেলা উপলক্ষে বৃহস্পতিবার সকালে এক বণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। শেষে উপজেলা পরিষদ চত্তরে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর।
এউএনও জি.এম সরফরাজের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ কে এম তারিকুল ইসলাম, উপজেলা স¦াস্থ্য কর্মকর্তা ডা. বশির আহম্মেদ, পৌরসভার প্যানেল মেয়র তাহেরুন্নেসা, প্রধান শিক্ষক রুহুল আমীন, মো. নাছির উদ্দিন, মমিনিয়া মাদ্রাসার সুপার মাওলানা ওয়াহেদুজ্জামান শাহজাহান, উপজেলা যুবলীগ সভাপতি শাকিল আহম্মেদ নওরোজ, মঠবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি আবদুস সালাম আজাদী, সাংবাদিক মিজানুর রহমান মিজু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আলাউদ্দিন আল আজাদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুর রহমান সিফাত, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মর্তুজা প্রমুখ।
শেষে উন্নয়ন মেলা উপলক্ষে প্রতিবন্ধীদের মাঝে আইডি কার্ড ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তির চেক বিতরণ করা হয়।
Comments
আরও পড়ুন





