মঠবাড়িয়ায় পৌর বিএনপি সভাপতি কেএম হুমায়ুন কবির নাশকতা মামলায় আদালতে সোপর্দ

স্টাফ রিপোর্ট : জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রায়ের প্রতিবাদে পিরোজপুরের মঠবাড়িয়ায় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শনিবার সকালে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করে। পুলিশ টের পেয়ে শহরের বহেরাতলা নামক স্থানে তাদের ছত্র ভঙ্গ করে দেয়। পরে পুনরায় মিছিলের চেষ্টা করলে নাশকতার আশংকায় থানা পুলিশ পৌর বিএনপির সভাপতি কেএম হুমায়ুন কবির, উপজেলা ছাত্রদল সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াজ, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নবী হোসেনকে আটক করে। এর আগে নাশকতা করার সন্দেহে শুক্রবার গভীর রাতে ওয়ার্ড যুবদল সভাপতি পিন্টু দফাদার ও শ্রমিক দলের সদস্য রাসেলকে আটক করে পুলিশ।
আটককৃতদের শনিবার বিকেলে নাশকতা মূলক কর্মকান্ড ঘটানোর আশংকায় ফৌজদারী কার্যবিধির ১৫১ ধারায় গ্রেফতার দেখিয়ে ওই ৫জনকে আদালতে সোপর্দ করা হয়। বিজ্ঞ আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেলা কারাগারে প্রেরণ করেন।
মঠবাড়িয়া থানা অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের শনিবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।
Comments
আরও পড়ুন





