মঠবাড়িয়ায় পৌর বিএনপি সভাপতি হুমায়ুনসহ ৫ নেতাকর্মীর জামিন

স্টাফ রিপোর্টার : নাশকতা ঘটানোর আশংকায় থানা পুলিশের গ্রেফতারকৃত মঠবাড়িয়া পৌর বিএনপির সভাপতি কেএম হুমায়ুন কবির, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম, ওয়ার্ড যুবদল সভাপতি পিন্টু দফাদার, বড়মাছুয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নবী হোসেন ও শ্রমিক দলের সদস্য রাসেল মুন্সীকে জামিন দিয়েছে আদালত। জেল হাজতে থাকা গ্রেফতারকৃতদের জামিন আবেদনের শুনানী শেষে বুধবার মঠবাড়িয়া উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক তাদের জামিন মঞ্জুর করে।
প্রসঙ্গত: জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় বেগম খালেদা জিয়ার রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষ করে ফেরার পথে গত শনিবার সকালে স্থানীয় বহেরাতলা এলাকা থেকে থানা পুলিশ পৌর বিএনপির সভাপতি কেএম হুমায়ুন কবির, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নবী হোসেন ও শ্রমিক দলের সদস্য রাসেল মুন্সীকে গ্রেফতার করে। এর আগে গত শুক্রবার গভীর রাতে উপজেলা ছাত্রদল সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম ও পৌর শাখার ৫নং ওয়ার্ড যুবদল সভাপতি পিন্টু দফাদারকে গ্রেফতার করা হয়।
Comments
আরও পড়ুন





