মঠবাড়িয়ায় নৌকা পেলেন মোসারেফ সাকু
স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় আসন্ন চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে হোসাইন মোসারেফ সাকু আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন।
শুক্রবার রাতে বাংলাদেশ আওয়ামী লীগের সংবাদ বিজ্ঞপ্তিতে চতুর্থ ধাপের ১২২ টি উপজেলা নির্বাচনে দলীয় প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।
এর আগে শুক্রবার বিকাল সাড়ে চারটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় দলের মনোনীত প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হয়।
তালিকা অনুযায়ী পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় মনোনয়ন পেয়েছেন হোসাইন মোসারেফ সাকু,
উল্লেখ্য, আগামী ৩১ মার্চ চতুর্থ ধাপে ১২২টি উপজেলা নির্বাচন হব্। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ০৪ মার্চ, বাছাই ০৬ মার্চ ও প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১৩ মার্চ। ভোট গ্রহণ ৩১ মার্চ।
Comments
আরও পড়ুন





