মঠবাড়িয়ায় নিজের টমটমে প্রান গেল যুবক জাকিরের ঃ এলাকায় শোক
স্টাফ রিপোর্ট : মঠবাড়িয়ায় নিজের টমটমেই কেড়ে নিল যুবক জাকিরের (৩০)জীবন। রোববার সন্ধ্যায় মঠবাড়িয়া-সাপলেজা সড়কের দক্ষিন আমড়াগাছিয়া নামক স্থানে টমটম নিয়ন্ত্রন হারিয়ে সামনের চাকা গর্তে পড়ে গাড়ী চাপায় জাকির গুরুতর আহত হয়।স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক ডাঃ প্রিয়াঙ্কা হালদার তাকে মৃত্যু ঘোষনা করেন।জাকির দক্ষিন আমড়াগাছিয়া গ্রামের আব্দুর ছত্তারের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়-ঘটনার দিন সন্ধ্যায় নিজের টমটম চালিয়ে আমড়াগাছিয়া বাজারে যাওয়ার সময় বৃষ্টির কারনে সামনের চাকা দেবে গিয়ে জাকির গাড়ীর নীচে চাপা পড়ে।
মঠবাড়িয়া থানার সেকেন্ড অফিসার এস আই বিকাশ চন্দ্র দে জানান-নিহত জাকিরের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় নিহতের বড় ভাইয়ের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
এদিকে যুবক জাকিরের মৃতুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Comments
আরও পড়ুন





