মঠবাড়িয়ায় ধর্ষিতা কিশোরী গর্ভবতী ! গর্ভপাতে মৃত্যু, গ্রাম্য চিকিৎসক গ্রেফতার
স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় ধর্ষণের শিকার গর্ভবতী কিশোরী হেলেনা আক্তার (১৬) ধর্ষক পরিবারের চাপের মুখে অবৈধ গর্ভপাতে মৃত্যু হয়েছে।থানা পুলিশ শুক্রবার সন্ধ্যায় ওই কিশোরীর লাশ বাবার বাড়ি উপজেলার টিয়ারখালী গ্রাম থেকে উদ্ধার করে। শনিবার সকালে লাশের ময়না তদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় নিহত হেলেনার দিন মজুর বাবা কুদ্দুস মুন্সি বাদি হয়ে প্রতিবেশী ধর্ষক হানিফ(৩৫), তার মা জাহানারা, পল্লি চিকিৎসক আলমগীর হোসেন ও সাবেক ইউপি সদস্য ইরানসহ ৫ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছে।
মামলা সুত্রে জানাযায়, উপজেলার টিয়ারখালী গ্রামের দিন মজুর কুদ্দুস মুন্সির মেয়ে হেলেনা আক্তার প্রতিবেশী মজনু হাওলাদারের ছেলে হানিফ এর বাড়িতে জি এর কাজ করত। গত ২৮ শে নভেম্বর ২০১৮ রাতে কাজ শেষে ঘুমিয়ে পরলে গৃহকর্তা হানিফ জোরপূর্বক ধর্ষণ করে। লোকলজ্জার ভয়ে কাউকে না জানালেও এতে ধর্ষণের পর ওই কিশোরী হেলেনা গর্ভবতী হয়ে পরে। ঘটনার আড়াই মাস পর হেলেনার শারীরিক পরিবর্তনে বিষয়টি জানাজানি হলে ধর্ষক হানিফ এর মা জাহানারা বেগম হেলেনার গর্ভপাত করানোর জন্য স্থানীয় মদিনা বাজারে পল্লী চিকিৎসক আলমগীরের কাছে নিয়ে ঔষধ সেবন করায়। এ ঔষধ সেবনের পরে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়। পরে গত বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর তার অবস্থার আরও অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক ওই দিন বিকেলে হেলেনাকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করেন। বৃহস্পতিবার দিনগত গভীর রাতে বরিশাল শেবাচিম হাসপাতানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
মঠবাড়িয়া থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, মামলার সত্যতা নিশ্চিত করে বলেন এঘটনায় জরিত আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
Comments
আরও পড়ুন





