মঠবাড়িয়ায় দুই বখাটে কর্তৃক মাদ্রাসা ছাত্রী ধর্ষণ। ধর্ষণের ভিডিও চিত্র উদ্ধার
স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় নবম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রী (১৪) দুই বখাটে কর্তৃক গণধর্ষণের শিকার হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার মিরুখালী ইউনিয়নের বাদুরা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত ধর্ষক রুম্মান পঞ্চায়েত (২০) ও পান্না পঞ্চায়েত (৩০) পলাতক রয়েছে। অভিযুক্ত রুম্মান বাদুরা গ্রামের ইউনুচ পঞ্চায়েত ও পান্না পঞ্চায়েত ফারুক পঞ্চায়েতের ছেলে। বখাটেরা দু’জনই ভাড়ায় চালিত মটরসাইকেল চালক।
ওই মাদ্রাসা ছাত্রীর নানী আনোরা বেগম জানান, তার মেয়ে পুতুলের প্রায় ১৮বছর পূর্বে জামালপুরের হাফিজুরের সাথে বিয়ে হয়। হাফিজুর দ্বিতীয় বিয়ে করায় পুতুল দুই বছর বয়সী মেয়েকে নিয়ে আমার বাড়িতে বসবাস করত। এরপর আমার মেয়ে পুতুল দ্বিতীয় বিয়ে করে স্বামীর বাড়ি আমুয়া থেকে সৌদি আরব চলে যায়। এরপর নাতী আমার বাড়িতে থেকে স্থানীয় মাদ্রাসায় পড়াশুনা করে আসছিল। বৃহস্পতিবার গভীর রাতে ওই দুই বখাটে সু-কৌশলে ঘরের দরজা খুলে অস্ত্রের ভয় দেখিয়ে মেয়েটিকে মুখ বেঁধে বসত ঘরের পিছনে একটি বাগানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এসময় ধর্ষণের ভিডিও চিত্র বখাটেরা মেয়েটির মুঠোফোনে ধারণ করে। এদিকে রাত আড়াইটার দিকে মেয়েটির নানী ঘুম ভেঙ্গে মেয়েটিকে ঘরে না পেয়ে ডাকচিৎকার দেয়। পরে প্রতিবেশীদের নিয়ে খোঁজাখুঁজি করে বাগান থেকে অচেতন অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে।
মঠবাড়িয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাজহারুল আমিন (বিপিএম) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে শুক্রবার বিকেলে নানীর বাড়ি থেকে মেয়েটিকে থানা নিয়ে আসা হয়েছে। ধর্ষণের ভিডিও চিত্র ধারণ করা মোবাইলটি জব্দ করা হয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
Comments
আরও পড়ুন





