মঠবাড়িয়ায় ডাকাত আতঙ্কের গুজবের প্রতিবাদে উপজেলা প্রশাসনের জরুরী সভা

সাংবাদ ডেস্কঃ মঠবাড়িয়ায় গতকাল শনিবার রাতভর(২১/১০/১৭)ডাকাত আতঙ্ক ও গুজব ছড়িয়ে দেয়ার প্রতিবাদে উপজেলা প্রশাসনের উদ্যোগে রোববার সন্ধ্যায় এক জরুরী সভা অনুষ্টিত হয়।ইউএনওর সভাকক্ষে উপজেলা চেয়ারম্যান মোঃ আশরাফুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম,মহিউদ্দীন মহিলা কলেজের অধ্যক্ষ আজিমুল হক,উপজেলা আ,লীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তফা শাহ আলম দুলাল,আ,লীগের সহসভাপতি ও মুক্তিযোদ্ধা এমাদুল হক খান,সাবেক সহসভাপতি মোঃ ফারুকুজ্জামান,আইনজীবি সমিতির সাবেক সভাপতি মজিবুর রহমান মুন্সী, বনিক সমিতির সভাতি শামসুল আলম,অবসরপ্রাপ্ত শিক্ষক নুর হোসেন মোল্লা,সাবেক চেয়ারম্যান মোঃ হারুন অর রশীদ,ঈমাম সমিতির সভাপতি মাও রুহুল আমীন,সাংবাদিক মিজানুর রহমান মিজু,স্বেচ্ছাসেবকলীগ নেতা
আলাউদ্দিন আল আাজাদ,যুবলীগ নেতা যুলহাস শাহীন প্রমুখ।ওই সভায় একটি কুচক্রী মহলের ছড়ানো ডাকাত গুজবে কান দেয়ার অাহবান জানানো হয়।এছাড়া উপজেলা ১১ইউনিয়নের ৯৯ ওয়ার্ডে মসজিদের ইমাম,ইউপি সদস্য,চৌকিদার,আনছার সদস্যেদের নিয়ে ডাকাতী বন্ধে জনসচেতনতা বৃদ্দির সভা করাও সিদ্ধান্ত নেয়া।
Comments
আরও পড়ুন





