মঠবাড়িয়ায় জাতীয় উন্নয়ন মেলা সফল করতে প্রশাসনের প্রস্তুতি সভা

স্টাফ রিপোর্টার: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের গৃহীত উন্নয়ন কার্যক্রম জনগণ তথা প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে তুলে ধরার লক্ষ্যে মঠবাড়িয়া উপজেলা পর্যায়ে জাতীয় উন্নয়ন মেলার আয়োজন ও সফল বাস্তবায়নের লক্ষ্যে এক প্রস্তুতি সভা মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জিএম সরফরাজের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুর রহমান। এসময় বক্তব্য রাখেন মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ গোলাম ছরোয়ার, মঠবাড়িয়া প্রেসকাবের সভাপতি জাহিদ উদ্দিন পলাশ, কেএম লতিফ ইনষ্টিটিউশনের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমীন, সাংবাদিক মিজানুর রহমান মিজু প্রমুখ। সভায় প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান বলেন, প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার অগ্রাধিকার ভিত্তিতে একটি বাড়ী, একটি খামার আশ্রায়ন প্রকল্প, ঘরে ঘরে বিদ্যুৎ প্রকল্পসহ বর্তমান সরকারের সকল উন্নয়ন জনগণের মাঝে তুলে ধরার লক্ষ্যে সবার ঐকান্তিক সহযোগিতা কামনা করেন।
Comments
আরও পড়ুন





