মঠবাড়িয়ায় চাঞ্চল্যকর হাবিব হত্যা মামলায় ১২ আসামী জেল হাজতে

দিলীপ মজুমদার : উপজেলার বুড়িরচর গ্রামের চাঞ্চল্যকর ওয়ার্ড বিএনপি নেতা হাবিব হত্যা মামলার ১২ আসামীর জামিন না মঞ্জুর করেছে বিজ্ঞ আদালত। দীর্ঘদিন পলাতক থাকার পর এজাহার নামীয় আসামীরা রোববার সকালে উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ বিচারক বেল্লাল হোসেন জেল হাজতে প্রেরনের আদেশ দেন। আসামীরা হলেন ফিলিপ তালুকদার, জুয়েল, রাজিব তালুকদার, হিমু তালুকদার, মামুন, শামীম, সরোয়ার, মিশু, জাহাঙ্গীর, রুবেল, দুলাল।
ওই হত্যা মামলার প্রধান আসামী ধানীসাফা ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান হারুন-অর-রশিদ এবং ওয়ার্ড আ’লীগ নেতা ও ইউপি সদস্য ইদ্রিস তালুকদার হাইকোর্ট থেকে জামিনে রয়েছে।
উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষরা হাবিব তালুকদারকে ধরে নিয়ে হত্যা করে তুষখালী হাইস্কুলের সেফটি ট্যাংকের পাশে ফেলে রাখে। ঘটনার দুদিন পর থানা পুলিশ হাবিবের গলিত লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের পুত্র মঠবাড়িয়া থানায় একটি হত্যা মালা দায়ের করেন।
Comments
আরও পড়ুন





