মঠবাড়িয়ায় চাঁদাবাজি মামলায় জামিনে এসে বাদীকে মামলা প্রত্যাহারের হুমকি ॥ থানায় জিডি
স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় চাঁদাবাজির মামলায় হাজতবাস করা দুই আসামী জামিনে এসে মামলার বাদীকে মামলা প্রত্যাহারসহ বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেছে। এঘটনায় ওই মামলার বাদী উপজেলার মিরুখালী গ্রামের মৃত. আজাহার আলী হাওলাদারের ছেলে শহিদুল আজ মঙ্গলবার ৬ জনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়রী করেছে।
জিডি ও মামলা সূত্রে জানা যায়, ভাড়ায় চালিত মটরসাইকেল চালক শহিদুল ইসলামের কাছে পার্শবর্তী দাউদখালী ইউনিয়নের মাহাবুব ও রাসেলসহ ৬/৭ জনের সহযোগী বিভিন্ন সময়ে ২লাখ টাকা চাঁদা দাবী করে আসছিল। ওই দাবীকৃত চাঁদা দিতে অস্বীকার করায় শহিদুলকে বিভিন্ন সময়ে ভয়ভীতিও প্রদর্শন করে। এর জের ধরে গত ৯ মার্চ রাতে শহিদুল প্রতিবেশী হুমায়ুন কবিরের কাছে রাখা মটরসাইকেল বিক্রি ও জমি বন্ধকের ১ লাখ ৩০ হাজার টাকা নিয়ে বাড়ি রওয়ানা হয়। এসময়ে মিরুখালী বাজারস্থ জামে মসজিদ সংলগ্ন সড়কে যাওয়ার পথে ওঁৎ পেতে থাকা মাহাবুব ও রাসেলসহ ৬/৭ জন তার গতিরোধ করে হাত, চোঁখ, বেঁধে এলোপাতারি মারধর করে সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নেয়।
এঘটনায় শহিদুল বাদী হয়ে গত ১২ মার্চ সোমবার রাতে মঠবাড়িয়া থানায় খায়ের ঘটিচোরা গ্রামের সুলতান খলিফার ছেলে মোঃ মহাবুব খলিফা (২৬), খোকন সরদারের ছেলে মোঃ রাসেল সরদার (২৮), লতিফ সরদারের ছেলে মোঃ আলম সরদার (৩৫) ও মোঃ খোকন সরদার (৫০) এবং অজ্ঞাতনামা ৩ জনকে আসামি করে চাঁদা দাবীর মামলা করে। পুলিশ ওই রাতেই মহাবুব খলিফা ও রাসেল সরদারকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেন। সোমবার তারা জামিনে বেড়িয়ে এসে মামলার বাদী শহিদুল হাওলাদারকে মামলা প্রত্যাহারের হুমকি দেয়।
মঠবাড়িয়া থানার সেকেন্ড অফিসার এসআই জাহিদ জানান, চাঁদাবাজির এ মামলাটি ছাড়াও মাহাবুবের নামে মঠবাড়িয়া থানায় আরও ৪টি ও রাসেলের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ গোলাম ছরোয়ার জানান, তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Comments
আরও পড়ুন





