মঠবাড়িয়ায় উপজেলা আওয়ামী যুবলীগ ও পৌর যুবলীগের যৌথ উদ্যোগে ভয়াল ২১ আগষ্ট পালিত

স্টাফ রিপোর্টার : ভয়াল ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে পিরোজপুরের মঠবাড়িয়ায় মঙ্গলবার সকালে আলোচনা সভা, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী যুবলীগ ও পৌর যুবলীগের যৌথ উদ্যোগে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচলা ও দোয়া মিলাদে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব রফিউদ্দিন আহমেদ ফেরদৌস।
উপজেলা যুবলীগ সভাপতি শাকিল আহমেদ নওরোজ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও জেলা আ’লীগ সদস্য আশরাফুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক ও পিরোজপুর জেলা আ’লীগ সদস্য তাজ উদ্দিন আহমেদ, উপজেলা আ’লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ফজলুল হক মনি, ঢাকা মহানগর (দক্ষিণ) যুবলীগ সদস্য গোলাম ফেরদৌস ইব্রাহীম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলাউদ্দিন আল আজাদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গোপাল রায়, ইউনিয়ন যুবলীগ সভাপতি মাইনুল আহসান, মাইনুল ইসলাম, শ্রমিক লীগের যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ফাহামিদা মুন্নি, পৌর যুবলীগের সভাপতি তৌহিদ আহমেদ মাসুম, সাধারণ সম্পাদক এটিএম জাকারিয়া মুন্ন, সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুর রহমান সিফাত, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মতুর্জা, তাতী লীগ সভাপতি নাসির উদ্দিন, কলেজ ছাত্র লীগের সভাপতি মিজান ফরাজী প্রমুখ। সভা সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুলহাস শাহীন।
আলোচনা শেষে নিহতদের স্মরণে শেষে দোয়া ও মিলাদ পরিচালনা করেন উপজেলা যুবলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম।
Comments
আরও পড়ুন





