ভুয়া ডাক্তার দ্বারা অপারেশন করায় মনির ক্লিনিকে ২০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় সাফা বাজারের মনির হোসেন সার্জিক্যাল ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে পল্লী চিকিৎসক দ্বারা সিজারিয়ান অপারেশন করার দায়ে ২০ হাজার টাকা অর্থ দÐ দেয়া হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈকত রায়হান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ অর্থদÐ দেন।
জানা গেছে, উপজেলার সাফা বাজারের সদর রোডে মনির হোসেন সার্জিক্যাল ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে অপারেশন থিয়েটার থেকে এক প্রসূতি মাকে রেখে ঐ পল্লী চিকিৎসক পালিয়ে যায়। এসময় ঐ প্রসূতি মায়ের অপারেশনের সার্জিক্যাল ডাক্তার ও আলট্রাসনোগ্রাম, রক্তের গ্রæপ ও প্রেসার মাপাসহ বিভিন্ন পরীক্ষায় বিশেষজ্ঞ চিকিৎসকের নাম না থাকার দোষ স্বীকার করায় ক্লিনিকের মালিক মনির হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভ‚মি) সৈকত রায়হান বলেন- ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫৩ ধারায় ক্লিনিক মালিক মনির হোসেনকে এ অর্থ দন্ড দেয়া হয় এবং তাকে ভবিষ্যতে নীতিমালা অনুযায়ী ক্লিনিক পরিচালনার জন্য সতর্ক করা হয়।
জানাগেছে দীর্ঘ প্রায় ৫ বছর আগে উপজেলার ধানীসাফা গ্রামের ইসাহাক আলী মুন্সীর পুত্র প্রবাসী মনির হোসেন সাফা বাজারের সদর রোড বাসস্টান্ড সংলগ্ন ভাড়াটিয়া গোলবুনিয়া ভবনের গ্রাউন্ড ও ১ম তলায় নিজের নামে ক্লিনিক চালু করে। শুরুতে এ ক্লিনিকের বিরুদ্ধে নিয়মিত এমবিবিএস ডাক্তার না থাকা, সার্জিক্যাল ডাক্তার ছাড়া সিজারিয়ান অপারেশন করা, বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়া আট্রাসনোগ্রামসহ বিভিন্ন জটিল পরীক্ষা না করানোর অভিযোগ করে আসছে। যদিও মনির হোসেন এ অভিযোগ অস্বীকার করে বলেছেন তাঁর ক্লিনিক গত কয়েক বছর রোগীদের ভাল সেবা দিয়ে আসছেন। মনির হোসেনের ক্লিনিকে বুধবার সকালে পার্শবর্তী ভান্ডারিয়া উপজেলার আতরখালী গ্রামের মাছুদুর রহমানের স্ত্রী রুমী বেগমকে স্থানীয় এক পল্লী চিকিৎসক অপারেশন থিয়েটারে সিজারিয়া অপারেশন করছে এমন অভিযোগ পেয়ে গণমাধ্যম কর্মিরা ঘটনাস্থলে ছুটে যায়। কিন্তু সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে অপারেশন করা রোগী ফেলে ওই পল্লী চিকিৎসক পালিয়ে যায়। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূমকে অবহিত করলে তিনি সহকারী কমিশনার (ভ‚মি) কে ঘটনাস্থলে পাঠান।
Comments
আরও পড়ুন





