বিড়ি শিল্পের উপর শুল্ক প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: বিড়ির ওপর বৈশম্য মূলক শুল্ক প্রত্যাহার এবং ভারতের ন্যায় বিড়ি শিল্পকে কুটির শিল্প ঘোষণার দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে মঠবাড়িয়ায় বিড়ি ভোক্তা ফেডারেশন। সোমবার (২৭ মে) বিকেলে মঠবাড়িয়া পৌরশহরের মিরুখালী রোডের টেম্পু স্ট্যান্ডে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বিড়ি ভোক্তা ফেডারেশনের শতাধিক সদস্য অংশগ্রহণ করেন।
পরে বৃহত্তর পিরোজপুর-৩ মঠবাড়িয়া অঞ্চলের বিড়ি ভোক্তা পক্ষের সভাপতি মো: এনামুল হকের সভাপতিত্বে মানববন্ধন শেষে সমাবেশে বক্তব্য রাখেন, কাজী আব্দুল খালেক, হারুন অর রশিদ, মিজান রহমান, সুজন হোসেন, বেল্লাল হোসেন ও সুব্রত প্রমুখ। এসময় বক্তারা অর্থমন্ত্রীর সুদৃষ্টি কামনা করে বিড়ি শিল্পের উপর থেকে সকল প্রকার কর প্রত্যাহার, নতুন কর আরোপ বন্ধ করার দাবী জানান। সমাবেশে আরও বলেন, এদেশের কোটি শ্রমিক জনতা দিনমজুর ও নি¤œ আয়ের মানুষেরা বিড়ির মাধ্যমে কম খরচে ধুমপান করে থাকেন। বিড়ির উপর নতুন করে কর আরোপ করলে নি¤œ আয়ের মানুষেরা অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্থ হবে।
এছাড়া বিড়ি শিল্পের উপর নির্ভর করে লক্ষ লক্ষ শ্রমিকেরা জীবিকা নির্বাহ করে থাকেন। শুধু বিড়ি শিল্পকে ধ্বংসের ষড়যন্ত্র কোনভাবেই সফল হতে দেয়া হবেনা। বিড়ি বন্ধের আগে সিগারেট বন্ধ করতে হবে বলে সমাবেশে দাবী করা হয়।
Comments
আরও পড়ুন





