বিআরডিবির চারদিন ব্যাপী প্রশিক্ষণ শুরু

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় বিআরডিবির উদ্যোগে অ-প্রধান শস্য উৎপাদন ও বাজারজাতকরণ প্রকল্প বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।
বুধবার (১৭ জুন) উপজেলা বিআরডিবি মিলনায়তনে স্বাস্থবিধি মেনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক চারদিন ব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিআরডিবির চেয়ারম্যান মো. আরিফ-উল-হক বিআরডিবির পক্ষে ইউএনওকে শুভেচ্ছা স্মারক তুলে দেন।
প্রশিক্ষণ কর্মসূচিতে বক্তব্য দেন, বিআরডিবির চেয়ারম্যান মো. আরিফ উল হক ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. আমিনুল ইসলামসহ অন্যান্য সমবায়ীরা। প্রশিক্ষণে ৪০ জন সুফলভোগি এ কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
Comments
আরও পড়ুন





