বহুমুখি সমবায় সমিতির নির্বাচনে মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধারা দ্বিধা বিভক্ত, রাত পোহালেই নির্বাচন।
স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়া থানা মুক্তিযোদ্ধা বহুমুখি সমবায় সমিতির নির্বাচনের প্রচারণা এখন তুঙ্গে। আগামী ২৮ এপ্রিল এ নির্বাচনকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বী দুটি প্যানেলের প্রার্থীরা সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের বাড়িতে গিয়ে ভোট চাইছে। ভোট প্রার্থনা করতে গিয়ে একে অপরের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে। এতে মুক্তিযোদ্ধারা দ্বিধা বিভক্তি হয়ে পড়েছেন।
নির্বাচনে মোট ৪ টি পদে ১২ জন প্রার্থী একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দীতা করবনে। এতে মোট ৬৪৭ জন ভোটার তাদের গোপন ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করে তাদের পছন্দের প্রার্থী নির্বাচন করবেন।
জানা গেছে, ফারুকউজ্জামান-মোস্তফা শাহ আলম দুলাল প্যানেল থেকে সভাপতি পদে মোঃ ফারুক-উজ্জামান,সহ-সভাপতি পদে মো. পান্না মিয়া, সাধারণ সম্পাদক পদে মোস্তফা শাহ আলম দুলাল এছাড়া পরিচালক পদে তিনজন প্রার্থী রয়েছেন। অপর প্যানেল থেকে সভাপতি পদে মোঃ মতিয়ার রহমান, সহ-সভাপতি পদে মোঃ শাহাদাৎ হোসেন রাজা, সাধারণ সম্পাদক পদে মোঃ জাকির হোসেন খান ও পরিচালক পদে তিন জন প্রার্থী নির্বাচনে লড়বেন।
প্রবীন মুক্তিযোদ্ধা সানু মিয়া জানান, ১৯৯৬ সালে মঠবাড়িয়া উপজেলার সকল মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধাদের সন্তান নিজেদের উন্নয়নের লক্ষে এ মুক্তিযোদ্ধা বহুমুখী সমবায় সমিতি গঠন করে। এই সংগঠনটি বর্তমানে প্রায় এক কোটি টাকা মুলধন নিয়ে অগ্রসর হচ্ছে। এতে মোট সদস্য সংখ্যা ৬৪৭।
উপজেলা সমবয় অফিসার ও নির্বাচন কমিটির সভাপতি মোঃ এমাদুল হক জানান, এ নির্বাচন অবাধ ও নিরপক্ষ ভাবে সম্পন্ন করার লক্ষে সকল প্রস্ততি গ্রহন করা হয়েছে।
Comments
আরও পড়ুন





