আজ ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | বিকাল ৫:০৩

  • বাংলা English
সদ্য :

☉ বখাটে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বড়মাছুয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন☉ মঠবাড়িয়া-বড়মাছুয়া সড়কে কার্পেটিং কাজে আবারও নিম্নমানের সামগ্রী ব্যবহার : পিচ-পাথর নিয়ে স্থানীয়দের ক্ষোভ☉ বিশিষ্ট শিক্ষানুরাগী আবদুর রশিদ মানিক মিঞা’র দাফন সম্পন্ন☉ ছাত্রলীগ নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রতাহারের দাবিতে মানববন্ধন☉ মঠবাড়িয়ায় থানার ওসি প্রত্যাহার☉ ১৮ মামলার আসামী ফল সোহেলসহ গ্রেপ্তারকৃত-১২জন জেল হাজতে☉ আদম বেপারির প্রতারণা শিকার কাতার ফেরত নিঃস্ব ১৩ যুবকের কান্না থামছে না!☉ আইনগত সহায়তা প্রদান আইন অবহিতকরণ ও উপজেলা কমিটির সক্রিয়করণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত☉ সড়ক দুর্ঘটনায় কলেজ কলেজছাত্র নিহত☉ ভুয়া ডাক্তার দ্বারা অপারেশন করায় মনির ক্লিনিকে ২০ হাজার টাকা জরিমানা

বসত বাড়ীর জমি প্রভাবশালীদের দখলে ॥ নিজ ভিটায় ফিরতে চায় বৃদ্ধ ছাইদুর

বসত বাড়ীর জমি প্রভাবশালীদের দখলে ॥ নিজ ভিটায় ফিরতে চায় বৃদ্ধ ছাইদুর

স্টাফ রিপোর্টার: হতদরিদ্র বৃদ্ধ ছাইদুর রহমান (৭৯) তার পৈত্রিক বসত ভিটায় ফিরতে চায়। আদালতের রায় থাকলেও একই বাড়ির কতিপয় প্রভাবশালীদের জবর দখলে থাকা বসত ভিটা ফিরে পেতে পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি ও গ্রাম্য মাতুব্বরের দ¦ারে দ¦ারে ঘুরছে ছাইদুর। দখলদারদের বৈধ কোন কাগজপত্র না থাকলেও গায়ের জোরে বসত ঘরের জমি গত ১৬ বছর ধরে জবর দখল করে ভোগ করে আসছে। দরিদ্র ছাইদুর তার বসত ভিটায়ও ফিরতে না পারে এজন্য বিভিন্ন রকম হুমকি ও মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে বলে ছাইদুর অভিযোগ করেছেন। নিজের মাথা গোজার বসত ঘর না থাকায় বৃদ্ধ ছাইদুর, স্ত্রী রিজিয়া খাতুন (৭৩), ছয় পুত্র, এক কন্যা ও পুত্রবধুসহ ১৫জন প্রতিবেশীর বসতঘরসহ এখানে- সেখানে মানবেতর জীবন যাপন করছে। অনেক সময় এ প্রচন্ড শীতে ওই বৃদ্ধ ও তার স্ত্রী এবং নাতীরা খোলা আকাশের নিচে ভোগান্তির মধ্যে রাত কাটাতে বাধ্য হচ্ছে। আদালতের রায়ে জমি পেলেও দুসম্পর্কের চাচাতো ভাইয়ের ছেলে ও তার সাঙ্গপাঙ্গদের ভয়ে আতংকে দিন কাটাচ্ছেন। এ ব্যাপারে ছাইদুর বসত ভিটি ফিরে পেতে পিরোজপুরের পুলিশ সুপারের কাছে ন্যায় বিচার চেয়ে লিখিত অভিযোগ করছেন।
পারিবারিক ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম পাতাকাটা গ্রামের মৃত. ছৈজদ্দিনের পুত্র ছাইদুর রহমান পাতাকাটা মৌজার এস,এ ৬৭৩ নং খতিয়ানের তার পৈত্রিক ১ একর সম্পত্তির উপর বসত ঘর রেখে ২০০০ সালে অভাবের কারনে ছেলে সন্তান নিয়ে ঢাকায় যান। ঢাকায় গিয়ে জীবিকা নির্বাহের জন্য রিক্সা চালিয়ে সংসার চালানো শুরু করেন। এর কিছুদিন যেতে না যেতেই একই বাড়ীর দুসম্পর্কের চাচাতো ভাই মৃত. লাল মিয়ার পুত্র আলতাফ হোসেনও মৃত. আজাহার মৃধার পুত্র রত্তন মিয়া ও তার দলবল বিগত ২০০৩ সালে ছাইদুরের বসত-ঘর খালি পেয়ে দখল করে বসবাস শুরু করে। ঢাকায় থাকা ছাইদুর বিষয়টি প্রতিবেশীদের মাধ্যমে জানতে পেরে বাড়ীতে এসে থানায় লিখিত অভিযোগ দেয়। লিখিত অভিযোগ দেওয়ার পর আলতাফ ও রত্তন জানান যে, তাদের বসত ঘর পানিতে ঢুবে যাওয়ায় বর্ষা মৌসুম শেষ হলে পুনরায় তারা তাদের বসত ভিটায় ফিরে যাবে।কিন্ত দীর্ঘদিন অতিবাহিত হলেও প্রতিপক্ষরা বসত ঘর ও জমি দখল না ছেড়ে জোড় পূর্বক বসবাস শুরু করে।
ওই সময়ে স্থানীয় ইউপি সদস্য আ: মন্নান আকন দরিদ্র ছাইদুরের বসত ঘর আলতাফ ও রত্তনদের দখলের সত্যতা নিশ্চিত করে বলেন, বর্ষা মৌসুমের দুইমাস থাকার পর তারা আবার ফিরে যাবে একথা বললেও তারা আর ছাইদুরের বসত ভিটা এখনও দখল করে আছে।
এ ব্যাপারে ছাইদুর মঠবাড়িয়া উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে ২০১২ সালে একটি মামলা দায়ের করেন। যাহার এমপি নং- ৬০/১২। মামলা দায়েরের পর বিষয়টি ওই সময় মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ বরাবরে বিষয়টি তদন্ত প্রতিবেদন চেয়ে পাঠায়। এরপর মঠবাড়িয়া থানার সাব-ইন্সপেক্টর জলিল আহমেদ ১৯ মে’২০১২ সালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আদালতে এ বিষয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। ওই তদন্ত প্রতিবেদনে উল্লেখ করেন ওই বিরোধীয় জমির ২৮১৬ নং দাগের ওই জমিতে ১ম পক্ষ ছাইদুর রহমান পূর্ব পুরুষগণ বসত ঘর নির্মাণ করে বসবাস করে আসছেন। ছাইদুর রহমান অর্থাভাবে পরিবারবর্গ নিয়ে ঢাকায় চলে গেলে তার বসত ঘরটি খালি অবস্থায় পরে থাকলে প্রতিপক্ষরা আলতাফ দখলে নেয় বলে উল্লেখ করেন।
এদিকে, প্রতিপক্ষ নুর মোহাম্মদ গং বাদী হয়ে ছাইদুর রহমান ও অন্যান্য শরীকদের আসামী করে বন্টনের ডিক্রি চেয়ে দেওযানী আদালতে মামলা দায়ের করলে বিজ্ঞ সহকারী জজ আদালত দেওয়ানী ১৪০/৮৬ নং মোকদ্দমায় ২৫ ফেব্রুয়ারী’৯৫ তারিখ রায় ও ২ মার্চ’৯৫ তারিখ বন্টনের প্রাথমিক ডিক্রি ঘোষিত হয়। উক্ত ডিক্রি মতে বাদীপক্ষ ১১টি দাগে ১৬ শতাংশ জমির রায় পাইয়াও ওই রায় অমান্য করে বর্তমানে বেশি জমি ভোগদখলের পায়তারা করিতেছে। এ বিষয়ে ছাইদুর রহমান জেলা পুলিশ সুপারকে অবহিত করলে বিষয়টি মঠবাড়িয়া থানার ওসিকে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
প্রতিপক্ষ আলতাফ হোসেন ছাইদুরের বসত ঘরে ঘর উত্তোলন করে বসবাস করার কথা স্বীকার করলেও ওই জমির মালিকানা দাবী করেন।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আ.জ মাসুদুজ্জামান মিলু জানান, দরিদ্র ছাইদুরের পুলিশ সুপারের কাছে করা লিখিত অভিযোগ পেয়েছি। দুইপক্ষ নিয়ে বসে আদালতের দেয়া রায় যাতে কার্যকর করা হয় সে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে তিনি জানান।

Comments

comments

আরও পড়ুন

বখাটে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বড়মাছুয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন
বখাটে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বড়মাছুয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন
বখাটে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বড়মাছুয়ায় শিক্ষার্থী ও অভিভাবকদের মানববন্ধন
মঠবাড়িয়া-বড়মাছুয়া সড়কে কার্পেটিং কাজে আবারও নিম্নমানের সামগ্রী ব্যবহার : পিচ-পাথর নিয়ে স্থানীয়দের ক্ষোভ
মঠবাড়িয়া-বড়মাছুয়া সড়কে কার্পেটিং কাজে আবারও নিম্নমানের সামগ্রী ব্যবহার : পিচ-পাথর নিয়ে স্থানীয়দের ক্ষোভ
মঠবাড়িয়া-বড়মাছুয়া সড়কে কার্পেটিং কাজে আবারও নিম্নমানের সামগ্রী ব্যবহার : পিচ-পাথর নিয়ে স্থানীয়দের ক্ষোভ
বিশিষ্ট শিক্ষানুরাগী আবদুর রশিদ মানিক মিঞা’র দাফন সম্পন্ন
বিশিষ্ট শিক্ষানুরাগী আবদুর রশিদ মানিক মিঞা’র দাফন সম্পন্ন
বিশিষ্ট শিক্ষানুরাগী আবদুর রশিদ মানিক মিঞা’র দাফন সম্পন্ন
ছাত্রলীগ নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রতাহারের দাবিতে মানববন্ধন
ছাত্রলীগ নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রতাহারের দাবিতে মানববন্ধন
ছাত্রলীগ নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রতাহারের দাবিতে মানববন্ধন
মঠবাড়িয়ায় থানার ওসি প্রত্যাহার
মঠবাড়িয়ায় থানার ওসি প্রত্যাহার
মঠবাড়িয়ায় থানার ওসি প্রত্যাহার
১৮ মামলার আসামী ফল সোহেলসহ গ্রেপ্তারকৃত-১২জন জেল হাজতে
১৮ মামলার আসামী ফল সোহেলসহ গ্রেপ্তারকৃত-১২জন জেল হাজতে
১৮ মামলার আসামী ফল সোহেলসহ গ্রেপ্তারকৃত-১২জন জেল হাজতে