বর্ণাঢ্য আয়োজনে জাতীয় বীমা দিবস পালিত

স্টাফ রিপোর্টার: ‘বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি’-এই স্লোাগানকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়ায় এই প্রথম বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এ দিবস উপলক্ষে রোববার (১ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রিপন বিশ্বাস এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা এমাদুল হক খান, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের বরিশাল বিভাগীয় সমন্ময়কারি ফরিদ উদ্দিন খোকন, সাংবাদিক মিজানুর রহমান মিজু, বীমা কর্মকর্তা কামাল হোসেন, শহিদুল ইসলাম প্রমূখ।
Comments
আরও পড়ুন





