ফেসবুকের সঠিক ব্যবহার না হলে খুব শীঘ্রই বন্ধ করে দিবে সরকার….. ডা. ফরাজী

স্টাফ রিপোর্টার: সরকারী হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও জাতীয় সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী বলেছেন- ফেসবুক ও সামাজিক যোগাযোগ মাধ্যমের সঠিক ব্যবহার না করলে খুব শীঘ্রই ফেসবুক বন্ধ করার চিন্তা করছে সরকার। ফেসবুকের যত্রতত্র পোষ্ট, শেয়ার সমাজের অশান্তি সৃষ্টি করছে। গুজবে সরকারকে বেকায়দায় ফেলার একটি অপশক্তি অপতৎপরতা চালাচ্ছে। ফেসবুক ব্যবহারের স্বাধীনতার নামে ঢালাও ভাবে পোষ্ট দিয়ে একটি মহল বিশৃংখলা করেই যাচ্ছে। ফেসবুকের প্রসারে সমাজের উন্নতি হলেও অপব্যবহারের ফলে আজ প্রশ্নবিদ্ধ হয়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। এমনকি শিক্ষার্থীরা ক্লাশে না গিয়ে ক্রমান্বয়ে ফেসবুকে আসক্ত হচ্ছে। ডা. রুস্তম আলী ফরাজী বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে ডিজিটাল বাংলাদেশ দিবস-২০১৯ উপলক্ষে র্যালী উত্তোর আলোচনা সভায় প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন।
এর আগে ‘সত্য মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে’ এ শ্লোগানকে সামনে রেখে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী উপজেলা চেয়ারম্যান মো: রিয়াজ উদ্দিন আহম্মেদের নেতৃত্বে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রিপন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো: রিয়াজ উদ্দিন আহম্মেদ, ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত. অফিসার ইনচার্জ আ.জ. মাসুদুজ্জামান মিলু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: কবির হোসেন, সরকারী হাতেম আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমীন, উপজেলা আইসিটি কর্মকর্তা মো: সাদ্দাম হোসেন, সাপ্তাহিক মঠবাড়িয়া সংবাদের সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান মিজু, সাংবাদিক মজিবুর রহমান প্রমূখ।
অনুষ্ঠানের বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান মো: রিয়াজ উদ্দিন আহম্মেদ বলেন, সম্প্রতি জামাত বিএনপির একটি চক্র ফেসবুকে পেয়াজ ও লবনের কৃত্রিম সংকটের গুজব ছড়িয়ে বাজারে অস্থিরতা সৃষ্টি করেছে। এদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
Comments
আরও পড়ুন





