প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে অভিভাবকদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ মিত্রের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সীমাহীন দুর্ণীতির অভিযোগ এনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে অভিভাবক ও এলাকাবাসি। সোমবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলার ১২৬ নং মিরুখালী গাবতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধনে এলাকার কয়েক‘শ নারী-পুরুষ অংশ গ্রহণ করেন।
এসময় অভিভাবক শাহিন মৃধার সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রভাষক খালেদা আক্তার, অভিভাবক খোকন মৃধা, মহারাজ হাওলাদার, ঊম্মে কুলসুম, শহিদুল গাজী ও রফিকুল গাজী।
বক্তারা বলেন, সুভাষ মিত্র এ স্কুলে প্রধান শিক্ষক হিসেবে যোগদানের পর থেকেই বিভিন্ন অনিয়ম ও স্বেচ্ছাচারিভাবে বিদ্যালয় পরিচালনা করে আসছে। শিক্ষার্থীদের মাঝে বিস্কুট বিতরণ ও উপবৃত্তি বিতরণে ব্যপক অনিয়ম করেছে। এছাড়া স্কুলের নামে বরাদ্ধ স্লিপের টাকা, রুটিং মেরামতসহ বিভিন্ন উন্নয়নের টাকা নামমাত্র খরচ করে বাকি লাখ-লাখ টাকা আত্মসাৎ করেছে। এমনকি ম্যানেজিং কমিটির নির্বাচন বানচাল করার জন্য ভুয়া অভিভাবক বানিয়ে মামলা করিয়াছেন।
এ ব্যপারে অভিযুক্ত প্রধান শিক্ষক সুভাষ মিত্র সকল অভিযোগ অস্বীকার করে বলেন, সঠিক ভাবে সকল কাজ করা হয়েছে। কাজের হিসাব আমার কাছে আছে। তিনি আরও বলেন, একটি মহল আমার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে।
Comments
আরও পড়ুন





