পাথরঘাটায় ৫টি হরিণের চামড়া উদ্ধার

ইমাম হোসেন নাহিদ, পাথরঘাটা থেকে: পাথরঘটায় অভিযান চালিয়ে ৫টি হরিণের চামড়া উদ্ধার করেছে কোষ্টগার্ড বাহিনী। শনিবার (২৭ ফেব্রুয়ারী) রাতে টেংরা গ্রামের গোরাখাল থেকে বস্তা বন্ধি পরিত্যাক্ত আবস্থায় চামড়াগুলো উদ্ধার হয়। সুন্দরবনের পূর্বজোন পাথরঘাটা কোষ্টগার্ড ষ্টেশন কমান্ডার লেফটেন্যান্ট ফাহিম শাহারিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, সুন্দরবনের বন্যপ্রাণী পাঁচারকারিরা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের ছোটটেংরা গোড়াখাল দিয়ে হরিণের মাংশ পাচার হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে কোষ্টগার্ড বাহিনীর উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে পরামর্শ সাপেক্ষে ওই এলাকায় অভিযান চালাই। কোষ্টগার্ডের উপস্থিতি টের পেয়ে চোরা কারবারীরা বলেশ্বর নদী দিয়ে পালিয়ে যায়। পরে খালের পাশে বস্তা বন্ধি অবস্থায় ৫টি চামড়া উদ্ধার করা হয়েছে।
পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা মনিরুল হক জানান, হরিণের চামড়াগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। আমরা টেনারী করে এগুলো সংরক্ষণ করব।
Comments
আরও পড়ুন





