পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনায়ন পত্র সংগ্রহ করলেন আশরাফুর রহমান

স্টাফ রিপোর্টার: পিরোজপুর-৩ মঠবাড়িয়া আসনে আ’লীগের দলীয় মনোনায়ন বঞ্চিত উপজেলা চেয়ারম্যান ও জেলা ও উপজেলা আ’লীগ সদস্য আশরাফুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। সোমবার (২৬ নভেম্বর) সকালে সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জি.এম. সরফরাজ এর কাছ থেকে আশরাফুর রহমানের পক্ষে এ মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বাচ্চু মিয়া আকন এর নেতৃত্বে এক দল মুক্তিযোদ্ধা মনোনায়ন পত্র সংগ্রহ করেন। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধকালীন ইয়ং অফিসার মজিবুল হক খান মজনু, আ’লীগ সহ-সভাপতি এমাদুল হক খান, মোস্তফা শাহ্ আলম দুলাল, আরিফ-উল-হক, মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, সাবেক কাউন্সিলর মোতালেব মধু, উপজেলা আ’লীগ সদস্য রিয়াজ উদ্দিন প্রমুখ। আশরাফুর রহমানের সাথে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।
জেলা রিটর্নিং অফিসার ও পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মোঃ সাজ্জাদ হোসেন আশরাফুর রহমান এর উপজেলা চেয়ারম্যান পদ থেকে অব্যহতি পত্র জমা দেয়ার সত্যতা নিশ্চত করেন।
এদিকে পিরোজপুর-৩ মঠবাড়িয়া আসনে সোমবার আরও সাতজন মনোনয়ন সংগ্রহ করেছেন মহাজোট প্রার্থী ও জাপার কেন্দ্রীয় নেতা ডা. রুস্তম আলী ফরাজী এমপি, জেলা আ’লীগ সহ-সভাপতি ও কেন্দ্রীয় স্বাচিপ নেতা ডা. এম নজরুল ইসলাম, বাম গণতান্ত্রিক জোটের পক্ষে জেলা সিপিবি সভাপতি এ্যাড. দিলীপ কুমার পাইক, স্বতন্ত্র প্রার্থী মো. আবু তারেক মৃধা, বাংলাদেশ ইসলামি আন্দোলনের মো. ছগির হোসেন, ওয়াকার্স পার্টির মো. ফিরোজ আলম ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল লতিফ সিরাজী।
Comments
আরও পড়ুন





