দুবাই প্রবাসীকে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলাঃ গ্রেপ্তার-৪

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় পূর্ব শত্রুতার জেরে দুই সন্তানের জনক ও দুবাই প্রবাসী আমিরুল ইসলাম (৪২) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুবৃত্তরা। মঙ্গলবার দিনগত গভীর রাত দুইটায় দিকে উপজেলার দাউদখালী ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামের দেলোয়ার পঞ্চইত বাড়ির সম্মুখ সড়কে এ হত্যা কান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে আজ বুধবার ভোরাতে পুলিশ চালিতাবুনিয়া গ্রাম হতে নিহতের লাশ উদ্ধার করে পিরোজপুর জেলা মর্গে প্রেরণ করে। নিহত আমিরুল ওই গ্রামের হাজী মোকসেদ আলী হাওলাদারের ছেলে।পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য প্রতিবেশী তোফাজ্জেল হাওলাদারের পুত্র হায়দার (৫০), তার ছেলে কলেজ ছাত্র তাহসিন আরবি (১৮), একই গ্রামের কুয়েত প্রতিবেশী মাহাবুবুর রহমানের ছেলে কলেজ ছাত্র মিরাজ মাহামুদ (১৭), রাজমিস্ত্রী ইউনুসের ছেলে কলেজ ছাত্র মো. হোসাইন (১৭)কে আটক করেছে।এ ঘটনায় নিহতের বড় ভাই কামরুল ইসলাম বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ আটক চারজনকে ওই মামলায় গ্রেফতার করেন।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে চালিতাবুনিয়া গ্রামে শর্ষিণা অনুসারী স্থানীয় একটি দ্বীনিয়া মাদ্রাসায় বার্ষিক ওয়াজ মাহাফিল অনুষ্ঠিত হয়। প্রবাসী আমিরুল ইসলাম রাতে মাহাফিলে যোগদিয়ে তোবারক বিতরণ শেষে বৃদ্ধ পিতার জন্য তোবারক নিয়ে রাত দেড়টার দিকে মাহফিলস্থল থেকে বাড়ি উদ্দ্যেশ্যে রওয়ানা হয়। এসময় স্থানীয় দেলোয়ার হোসেন পঞ্চায়েত বাড়ির সম্মুখ সড়কে পৌছলে পূর্বে ওঁৎ পেতে থাকা একদল দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি কুপিয়ে গুরুতর জখম করে সড়কে ফেলে রেখে পালিয়ে যায়। আহত ওই যুবকের আত্মচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসার কিছুক্ষণ পরেই ঘটনা স্থলেই তার মৃত্যু ঘটে। পরে গ্রামবাসি থানা পুলিশে খবর দিলে রাতেই ঘটনাস্থল থেকে নিহত আমিরুলের লাশ উদ্ধার করে।
নিহতের ভাই অলিউল ইসলাম খোকন অভিযোগ করে বলেন, নিহত আমিরুল ইসলাম গত ৮ বছর পূর্বে দুবাই থেকে দেশে আসে।
এলাকায় থাকাকালে তার ভাইয়ের প্রতিবেশী হায়দার পঞ্চায়েতের ছেলে তাহসিন আরবির সাথে মাদ্রাসা পড়–য়া এক মেয়েকে উত্যক্ত করা ও মোবাইল ফোন নিয়ে আমার ভাই আমিরুলের বিরোধ সৃষ্টি হয়। এনিয়ে গত কয়েকদিন আগে মারামারির ঘটনাও ঘটে। ওই প্রতিপক্ষরা পরিকল্পিত ভাবে আমার ভাই আমিরুলের হত্যাকান্ডে জড়িত থাকতে পারে বলে দাবী করেন। এলাকাবাসী জানায় হায়দারের বড় ভাই ওলি একজন নামকরা ডাকাত। এ হত্যাকান্ডে তারও হাত থাকতে পারে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. কামরুজ্জামান তালুকদার জানান, প্রেম ঘটিত ঘটনার জের ধরে এ হত্যা কান্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করছি। ঘটনার পরপরই চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।
Comments
আরও পড়ুন





