দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: মঠবাড়িয়ায় খামারিদের উদ্বুদ্ধ করতে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারী) প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এর সহযোগিতায় উপজেলা ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গনে এ মেলার আয়োজন করে। মেলায় ৩৫টি স্টলে উপজেলার বিভিন্ন এলাকার গাভী খামারিরা তাদের খামারে উৎপাদিত উন্নত মানের গাভী, ছাগল, ভেড়া, ঘোড়া, কবুতর, ঘুঘু, হাঁস, মুরগি ও সৌখিন প্রাণি বিড়াল, খরগোশ, টিয়া, ময়না নিয়ে প্রদর্শনী করেন।
উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহম্মেদ প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক এর সভাপতিতে বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমাদুল হক খান, থানা অফিসার ইনচার্জ নুরুল ইসলাম বাদল, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ওয়ালিউর রহমান, ভেটেরিনারি সার্জন ডা. শ্যামল চন্দ্র দাস, সাংবাদিক মজিবুর রহমান, মিজানুর রহমান মিজু, প্রাণী সম্প্রসারণ কর্মকর্তা ডা. এএসএম ইমরান হোসেন, খামারি নুরজাহান বেগম, মো: ইউনুচ আলী প্রমূখ।
উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোহা. নুরুল আলম বলেন, এ প্রাণিসম্পদ প্রদর্শনীর মাধ্যমে এই অঞ্চলের মানুষ উন্নত প্রজাতির পশুপালনে উৎসাহিত হবে।
Comments
আরও পড়ুন





