দাখিল পরীক্ষা কেন্দ্র থেকে ৫ কক্ষ পরিদর্শককে অব্যহতি প্রদান
স্টাফ রিপোর্টার: মঠবাড়িয়ায় চলমান দাখিল পরীক্ষার দুটি কেন্দ্র থেকে পরীক্ষার্থীদের নকল করার সহযোগিতা ও নৈর্ব্যক্তিক অভীক্ষার উত্তর পত্রে ভরাট করে দেয়ায় একজন সুপারসহ পাঁচজন পরিদর্শককে দায়িত্ব থেকে অব্যহতি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) সকালে গণিত বিষয়ে পরীক্ষা চলাকালে উপজেলার বাদুরা শেখ ফজিলাতুন্নেছা কামিল মাদ্রাসা থেকে কেন্দ্র কমিটির সদস্যসহ তিনজন ও পৌর এলাকার টিকিকাটা আ. ওয়াহাবিয়া মহিলা সিনিয়র মাদ্রাসা ভেন্যু কেন্দ্র থেকে দুইজনকে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রিপন বিশ্বাস তাদেরকে অব্যহতি প্রদান করেন।
অব্যহতিপ্রাপ্ত কক্ষ পরিদর্শকরা হলেন, শেখ ফজিলাতুন্নেছা কামিল মাদ্রাসার পরীক্ষা কমিটির সদস্য ও স্থানীয় নূরল-আলা-নূর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো: রুহুল আমীন, দাউদখালী কামিল মাদ্রাসার শিক্ষক সাইদুর রহমান, তুষখালী এনএস দাখিল মাদ্রাসার শিক্ষক সুনির্মল মন্ডল, ছোট শিংগা নেছারিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মো: আবদুল কাইউম ও জানখালী উলুবাড়িয়া দাখিল মাদ্রাসার শিক্ষক শামিম আহসান।
উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রিপন বিশ্বাস জানান, অভিযুক্ত কক্ষ পরিদর্শকদের দায়িত্ব থেকে অব্যহতি দিয়ে কেন্দ্র সচিবদের সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে কক্ষ পরিদর্শকদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Comments
আরও পড়ুন





