থানা পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটক-১১

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় থানা পুলিশ শুক্রবার (২৯ জানুয়ারী) রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হত্যা, ধর্ষণ, জালিয়াতিসহ বিভিন্ন মামলার পলাতক ১১ আসামীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো- শাহজাহান, সোহরাপ খলিফা, রুমা আক্তার, মিলন মীর, দেলোয়ার, মনিরুজ্জামান, জামাল হোসেন, আব্দুল হক, আমিরুন নেছা, মামুন কবিরাজ, চান মিয়া ও ইয়াহিয়া।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মাসুদুজ্জামান মিলু জানান, শুক্রবার রাতভর বিশেষ অভিযান চালিয়ে থানা ও আদালতে দায়ের হওয়া বিভিন্ন মামলার গ্রেপ্তারী পরোয়ানা নিয়ে পালিয়ে বেড়ানো ১১ আসামীকে গ্রেপ্তার করা হয়েছে তিনি আরও বলেন, এ বিশেষ অভিযান অব্যহত থাকবে।
Comments
আরও পড়ুন





