থানা পুলিশের অভিযানে পলাতক দুই আসামী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার: মঠবাড়িয়া থানা পুলিশ মঙ্গলবার (২ ফেব্রুয়ারী) রাতে অভিযান চালিয়ে আনোয়ার হোসেন (২৫) ও মোস্তফা খান (৩৫) নাম দুই পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেন উপজেলার বড়মাছুয়া গ্রামের আব্দুল আজিজের ছেলে ও মোস্তফা খান দাউদখালী গ্রামের আঃ রশিদ খানের ছেলে।
থানা পুলিশ জানায়, বিগত ২০১৭ সালে স্ত্রীর দায়ের করা একটি মামলায় আনোয়ার হোসেন দীর্ঘদিন পলাতক ছিল। মঙ্গলবার রাতে বড়মাছুয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অপরদিকে, একটি হত্যা চেষ্টা মামলায় আসামী হয়ে মোস্তফা খান দীর্ঘদিন পলাতক ছিল। মঙ্গলবার রাতে দাউদখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মাসুদুজ্জামান মিলু জানান, গ্রেপ্তারকৃত দুই আসামীকে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।
Comments
আরও পড়ুন





