ত্রাণের কার্ড প্রদানে অনিয়মের প্রতিবাদে ইউপি সদস্যের বিরুদ্ধে মানববন্ধন

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়া সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালামের বিরুদ্ধে সরকারি ত্রাণের কার্ড, বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও পঙ্গুভাতা প্রদানে অনিয়মের প্রতিবাদে রোববার (১৭ মে) সকালে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এলাকার শত শত নারী-পুরুষ ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশগ্রহন করে।
এ সময় বক্তব্য রাখেন- দেলোয়ার মুন্সি, আনোয়ার হোসেন, সিকান্দার মাস্টার, মনিরুল হক মনির মৃধা, চান মিয়া, সুবল হালদার, দুলালী সমাদ্দার, মমতাজ বেগম, লাবনী আক্তার, বাচ্চু মিয়া প্রমুখ।
এ বিষয়ে ইউপি সদস্য আবুল কালামের সাথে যোগাযোগ করলে তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন। তিনি আরও বলেন, তাকে হেয় প্রতিপন্ন করার জন্য তার প্রতিপক্ষ মানব বন্ধন করেছে।
Comments
আরও পড়ুন





