তিনদিন ব্যাপী কৃষি মেলা শুরু

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় তিনদিন ব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) সকালে পিরোজপুর-৩ সংসদ সদস্য ও সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ডা. রুস্তম আলী ফরাজী উপজেলা চত্বরে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রিপন বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাজিরা খাতুন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, থানা অফিসার ইনচার্জ মো. মাসুদুজ্জামান, সাংবাদিক মিজানুর রহমান মিজু প্রমূখ।
মেলা উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিষদের বিভিন্ন দফতরের অফিসার, সকল ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন। মেলা চত্বরে সুন্দর ও সুষ্ঠু পরিবেশে ৪০ টি কৃষি পণ্য ও প্রযুক্তি স্টল বসেছে।
Comments
আরও পড়ুন





