টিউলিপ ও রুশনারাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক :: দ্বিতীয়বারের মতো ব্রিটিশ পার্লামেন্টের এমপি নির্বাচিত হওয়ায় টিউলিপ সিদ্দিক ও রুশনারা আলীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সুইডেন সফররত প্রধানমন্ত্রী ২৪ ঘণ্টার যাত্রাবিরতিতে তিনি লন্ডনে অবতরণ করেন। সেখানেই দুই বাঙালি কন্যাকে শুভেচ্ছা জানান তিনি।
লন্ডনে ২৪ ঘণ্টা যাত্রাবিরতির পর শেখ হাসিনা বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬ টা ১৫ মিনিটে স্ক্যান্ডিনেভিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সুইডেনের রাজধানী স্টকহোমের উদ্দেশে রওনা হবেন। বিমানবন্দর থেকে একটি সুসজ্জিত মোটর শোভাযাত্রার মাধ্যমে প্রধানমন্ত্রীকে গ্র্যান্ড হোটেলে নিয়ে যাওয়া হবে।
Comments
আরও পড়ুন


