জেনে নিন Desktop এর Shortcut Icon দূর করার উপায়..

প্রথমে Desktop এর Start Icon এ ক্লিক করুন। তারপর Search Box এ লিখুন regedit. এরপর এন্টার বাটন চাপুন। তারপর Yes এ ক্লিক করুন। এরপর HK_CLASSES_ROOT এ ডবল ক্লিক করুন। এরপর আস্তে আস্তে নীচের দিকে আসুন দেখবেন lnkfile নামক একটি ফাইল পাবেন। এরপর সেটিতে ক্লিক করুন। এখন আপনি পান পাশে দেখবেন ISshortcut নামে একটি ফাইল আছে। সেটির উপর মাউসের রাইট বাটন এ ক্লিক করে ডিলিট দিয়ে দিন। তারপর Computer Restart করুন। দেখবেন Desktop এর Start Icon আর নেই। Desktop এর Start Icon নতুন নতুন টিপিস পেতে আমাদের Facebook পেইজটি লাইক ও শেয়ার করবনে। ধন্যবাদ..
পোস্টটি লিখেছেন:
সিকদার এম. এ. সালাম
পরিচালক
সিকদার কম্পিউটার, মঠবাড়িয়া
মোবাইল: ০১৭১৬-৭৬৪৭৪৮
Comments
আরও পড়ুন




