জাতীয় নেতা মহিউদ্দিন আহমেদের স্ত্রী রেবেকা মহিউদ্দিনের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদের সাবেক বিরোধী দলীয় উপনেতা ও বাকশাল চেয়ারম্যান প্রয়াত জাতীয় নেতা মহিউদ্দিন আহমেদের স্ত্রী ও ষাট দশকের নারী নেত্রী এবং জাতীয় মহিলা সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য রেবেকা মহিউদ্দিন (৭৮) ১৯ মার্চ সোমবার সকালে ঢাকার এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি…..রাজেউন)। মৃতুকালে তিনি দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার স্বজনরা কানাডায় অবস্থান করায় মরহুমার লাশ এ্যাপোলো হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। জানাযা ও দাফনের সময়সূচী পরবর্তীতে জানানো হবে বলে পারিবারিক সূত্রে জানা যায়। তার মৃত্যুতে মঠবাড়িয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিউদ্দিন আহমেদ ফেরদৌস ও সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর গভীর শোক প্রকাশ করেছেন। এছাড়া মহিউদ্দিন আহম্মেদ মহিলা ডিগ্রী কলেজ তিন দিনের শোক কর্মসূচী ঘোষাণা করেন।
এদিকে, প্রয়াত জাতীয় নেতা মহিউদ্দিন আহমেদের স্ত্রী রেবেকা মহিউদ্দিনের মৃত্যুতে মঠবাড়িয়া সংবাদ পরিবার গভীর শোকাহত।
Comments
আরও পড়ুন





