জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বৃদ্ধ স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে বৃদ্ধ স্বামী-স্ত্রী জখমের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। আহত দম্পত্তির পুত্রবধু কামরুন নাহার তানিয়া বাদী হয়ে একই বাড়ীর হাসিবকে প্রধান আসামী করে এজাহার নামীয় ৮জন ও অজ্ঞাতনামা ৪/৫জনকে আসামী করে মঙ্গলবার রাতে মঠবাড়িয়া থানায় মামলাটি দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের মৃত. দলিল উদ্দিন আকনের পুত্র ফরিদ আকন (৬৫) এর সাথে প্রতিপক্ষ একই বাড়ীর জামাল আকন ও হিরু আকন গংদের সাথে পৈত্রিক ও ক্রয়কৃত সম্পত্তির ভোগদখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর ধারাবাহিকতায় গত মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) দুপুরে প্রতিপক্ষরা পূর্ব পরিকল্পিত ভাবে ১০/১২ জনের একটি দল দেশী অস্ত্র নিয়ে বেআইনী জনতাবদ্ধে একত্রিত হয়ে ফরিদ আকনের ভোগদখল সম্পত্তিতে অনধিকার প্রবেশ করে বিভিন্ন ফলদ ও বনজ গাছ কাটা শুরু করে। এসময় ফরিদ আকন ও তার স্ত্রী আমেনা বেগম রেনু (৫৮) এর প্রতিবাদ করলে প্রতিপক্ষ জামালের হাসিবসহ অন্য আসামীরা হত্যার উদ্দেশ্যে তাদেরকে কুপিয়ে জখম করে। এসময় প্রতিপক্ষরা আহতদের মালামাল লুট করে ও গৃহকর্তীকে শ্লীলতাহানী করে। স্বজনরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আ.জ.ম. মাসুদুজ্জামান মিলু মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামী গ্রেফতারে পুলিশী অভিযান অব্যহত আছে।
Comments
আরও পড়ুন





