ছাত্রলীগের সম্মেলনে নির্বাহী কমিটিতে পদ পেতে মঠবাড়িয়ার ৫ মেধাবী ছাত্র নেতার দৌড় ঝাঁপ

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যকরি কমিটির ২৯তম সম্মেলনে শীর্ষ পদ সভাপতি-সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদ পেতে পিরোজপুরের মঠবাড়িয়ার পাঁচ মেধাবী ছাত্র নেতা মরিয়া। তারা পদ পেতে মন্ত্রী-এমপিসহ শীর্ষ নেতাদের কাছে দৌড় ঝাঁপ ও তদবির চালিয়ে যাচ্ছেন। সাবেক ও বর্তমান নেতাদের সামনে তুলে ধরছেন পারিবারিক রাজণৈতিক কর্মকান্ড ও ইতিহাস। এদিকে এবারই প্রথম ছাত্রলীগের নেতৃত্বে অযাচিত বা কোন সুযোগ সন্ধানী সম্মেলনে কেউ যেন গুরুত্বপূর্ণ পদে না আসতে পারে, সে জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে ২১ জন পদ প্রত্যাশীদের জীবনবৃত্তান্ত নিয়ে কাজ করছেন একাধিক গোয়েন্দা সংস্থা। জাতীয কাউন্সিলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কেন্দ্র, ও ঢাকা মহা নগরী এবং ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ছাত্রলীগের বিভিন্ন পদে থাকা মঠবাড়িয়ার কৃতি সন্তান বায়েজিদ আহম্মেদ খান, বরকত হোসেন হাওলাদার, মামুন বিন সাত্তার, শাহরিয়ার সিদ্দিক শিশিম, গোলাম সরোয়ার ওই পদে আবেদন করে গণভবনে ডাকের অপেক্ষায় আছেন।
সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ফরম সংগ্রহ করে আবেদন করেছেন, তৃণমূল থেকে উঠে আসা বায়েজিদ আহম্মেদ খান স্টার্ম ফোর্ট ইউনির্ভাসিটির আইন বিষয়ে মাস্টার্স শেষে ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সমাজ কল্যানে অধ্যায়নরত। সে ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও সাংগঠনিক পদে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। একই পদে মো. বরকত হোসেন হাওলাদার ঢাকা বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগের কৃতি মেধাবি ছাত্রনেতা ও আ’লীগ পরিবারের সন্তান। সে ঢাকা বিশ্ববিদ্যালয় কৃষি বিষয়ক সম্পাদক, ও সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক। তার বাবা মা অবসর প্রাপ্ত শিক্ষক।
অপর দিকে, সাধারণ সম্পাদক পদে ফরম সংগ্রহ করে আবেদন করেছেন, শাহরিয়ার সিদ্দিক শিশিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রো বায়োলজি বিভাগে অধ্যায়নরত নির্ভীক রাজপথের মুজিব সৈনিক। বাংলাদেশ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক মুসলিম হল শাখার সভাপতি। সে আ’লীগ পরিবারের সন্তান এবং বাবা মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান বাদশা আ’লীগ মনোনীত পরপর দু’বার উপজেলার ভাইস চেয়ারম্যান (বর্তমান)। একই পদে মামুন বিন সাত্তার ছাত্রলীগের একনিষ্ঠ নির্ভীক রাজপথের কর্মী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের ছাত্র। সে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক। আ’লীগের ও ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলার ৮নং আসামী কর্পোরাল এম.এ. সামাদ মৃধার পরিবারের সন্তান। এছাড়া মো. গোলাম সরোয়ার বাংলাদেশ ছাত্রলীগ লালন ও ধারন করা ছাত্র নেতা ঢাকা বিশ্ব বিদ্যালয়ের থেকে দর্শন বিভাগ থেকে মাস্টার্স করেছেন। তিনি আ’লীগ পরিবারের সন্তান ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ মাষ্টারদা সূর্যসেন হলের সভাপতি । মঠবাড়িয়াবাসী তাকিয়ে আছে লড়াইয়ে কে কোন পদ দখল করতে পারে।
মঠবাড়িয়ায় সাংবাদিকদের সাথে ছাত্রলীগ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত
মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় সদ্য অনুমোদন পাওয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতাকর্মীরা সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন। সোমবার রাতে মঠবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম রাজু ও সাধারণ সম্পাদক মশিউর রহমান মোর্তুজা সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন মঠবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদ উদ্দিন পলাশ, সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, সাংবাদিক মিজানুর রহমান মিজু, রফিকুজ্জামান আবীর, মেহেদী হাসান, ইসরাত জাহান মমতাজ, মনির আকন, শিবাজী মজুমদার শিবু, আবুল বাশার, ইসমাইল হোসেন হাওলাদার, এস.এম আকাশ, শাহদাৎ হোসেন প্রমুখ।
Comments
আরও পড়ুন





