চিকিৎসা নেয়া হলো এক সন্তানের জননীর : ট্রলিই কেড়ে নিল তার জীবন

স্টাফ রিপোর্টার: হাসপাতালের ডাক্তারের চিকিৎসা নিতে প্রায় ২০ কিলোমিটার দুরে স্বামীকে নিয়ে মটর সাইকেলযোগে মঠবাড়িয়া আসছিলেন এক সন্তানের জননী পিয়ারা বেগম (৪৫)। মেডিকেল অফিসার সৌমিত্র সিনহার ১৯ নম্বর সিরিয়ালে নিজেকে দেখিয়ে দ্রুত বাড়ী ফিরবেন তিনি। কিন্তু সন্ধ্যায় বাড়ী ফিরলেন ঠিকই লাশ হয়ে। মঠবাড়িয়া-বড়মাছুয়া সড়কের পৌরশহরের দক্ষিণ বন্দরের গরু হাটা মোড়ে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারী) দুপুরে পাথর বোঝাই ট্রলির চাপায় ওই জননীর মর্মান্তিক মৃত্যু হয়। নিহত পিয়ারা বলেশ্বর নদ তীরবর্তী সাপলেজা ইউনিয়নের খেতাচিড়া গ্রামের কৃষক আবুল হোসেনের স্ত্রী।
নিহতের স্বামী কৃষক আবুল হোসেন জানান, বেলা সোয়া দু’টার দিকে তার অসুস্থ্য স্ত্রী পিয়ারা বেগমকে মটরসাইকেলে করে ডাক্তার দেখানোর জন্য হাসপাতালে যাচ্ছিলেন। শহরের দক্ষিণ বন্দর গরুর হাট মোড় ঘুরতেই বিপরিত দিক থেকে আসা পাথর বোঝাই ট্রলি চাঁপা দিলে তার স্ত্রীর মুখমন্ডল খন্ড বিখন্ড হয়ে ঘটনাস্থলেই মারা যায়। ঘটনার পর ট্রলি চালক পালিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: মনিরুজ্জামান জানান, হাসপাতালে আসার আগেই পিয়ারার মৃত্যু হয়েছে।
মঠবাড়িয়া থানার সেকেন্ড অফিসার এস.আই জাহিদ জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে হাসপাতাল হতে লাশ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যদের কোন অভিযোগ না থাকায় লাশ রাতেই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
Comments
আরও পড়ুন





