চতুর্থ বারের সাংসদ নির্বাচিত হওয়ায় ডা. ফরাজীকে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার: সংসদীয় আসন ১২৯, পিরোজপুর-৩ মঠবাড়িয়া আসনে চতুর্থ বারের মত এমপি নির্বাচিত হয়ে রেকর্ড করায় ডা. রুস্তুম আলী ফরাজীকে গণসংবর্ধনা দেয়া হয়েছে। ডা. ফরাজী সংসদ সদস্য নির্বাচিত হয়ে শপথ গ্রহনের পর মঙ্গলবার (১৫ জানুয়ারী) বিকেলে মঠবাড়িয়া পৌঁছলে ক্ষমতাসীন দলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সর্বস্তরের মানুষ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
পরে মঠবাড়িয়া কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের পক্ষ থেকে গণসংবর্ধনা অনুষ্ঠিত হয়। উপজেলা অওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব রফিউদ্দিন আহম্মেদ ফেরদৌস এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, পৌর আ.লীগ সভাপতি আলতাফ হোসেন আফজাল, উপজেলা জাতীয় পার্টির সভাপতি নুরুজ্জামান লিটন, যুবলীগ সভাপতি সাকিল আহম্মেদ নওরোজ, ইউপি চেয়ারম্যান রিয়াজুল আলম ঝনো, শ্রমিক লীগ সাধারণ সম্পাদক আবুল কালাম, পৌর স্বেচ্ছাসেবকলীগের নেতা ফেরদৌস মৃধা, জাকারিয়া মুন্না, সাবেক ছাত্রলীগ সভাপতি নজরুল সোহেল, কলেজ ছাত্রলীগ সভাপতি মিজান ফরাজী প্রমূখ।
গণসংবর্ধনার জবাবে সাংসদ ডা. রুস্তম আলী ফরাজী মঠবাড়িয়াকে সন্ত্রাস, মাদক ও দূর্ণীতিমুক্ত ঘোষনা করে একটি আধুনিক ও উন্নত মঠবাড়িয়া গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এসময় তিনি সব দল ও মতের সহযোগিতা কামনা করেন। ওই সভায় বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চতুর্থবারের প্রধানমন্ত্রী হওয়ায় তার প্রতি অভিনন্দন জানান।
Comments
আরও পড়ুন





