ঘূর্ণিঝড় ফণীর আঘাতে পড়ে যাওয়া গাছ নিয়ে বিরোধের জেরে কলেজ ছাত্রীকে পিটিয়ে হাত ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষরা

নিজস্ব প্রতিবেদক: ঘূর্ণিঝড় ফণীর আঘাতে বিরোধীয় জমিতে পড়ে যাওয়া গাছের ডাল আনতে গিয়ে মঠবাড়িয়ায় কলেজ ছাত্রী শারমীন আক্তার (১৭) কে পিটিয়ে হাত ভেঙ্গে দিয়েছে প্রতিবেশী প্রতিপক্ষ হামেদ মুন্সি ও তার ছেলে খলিল মুন্সি, জাফর মুন্সিসহ ৫/৬জন। এসময় ওই ছাত্রীর মা হেলেনা বেগমকেও মারধর করে। গত শনিবার সকালে উপজেলার বাদুরতলী গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় ওই ছাত্রীর মা হেলেনা বেগম বাদি হয়ে গত ৬ মে সোমবার মঠবাড়িয়া থানায় লিখিত অভিযোগ দিলেও এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। আহত কলেজ ছাত্রী শারমীন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে ও তার মা হেলেনা বেগম প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
আহত কলেজ ছাত্রী শারমীন উপজেলার সাপলেজা ইউনিয়নের বাদুরতলী গ্রামের এমাদুল হকের মেয়ে ও মঠবাড়িয়া মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী ও হেলেনা বেগম এমাদুল হকের স্ত্রী।
আহত কলেজ ছাত্রীর মা হেলেনা বেগম বলেন, আমাদের মা মেয়েকে পিটিয়ে আহত করার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ আসামি ধরছেনা। আবার মঙ্গলবার দুপুরে মামলার আসামী জাফরকে পুলিশ আটক করলেও রহস্যজনক কারনে তাকে ছেড়ে দিয়েছে।
এ ব্যপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লাহ বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
Comments
আরও পড়ুন





