খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রধানমন্ত্রীর নির্দেশনায় খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষে প্রতি ইঞ্চি জমি চাষের আওতায় আনার লক্ষে মাঠ পর্যায় কৃষকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক এর সভাপতিত্বে কৃষক এ সমাবেশে বক্তব্য দেন, পিরোজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার, উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আহম্মেদ, পৌর প্রশাসক আজিজুল হক সেলিম মাতুব্বর, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান এড. নাসরিন জাহান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মনিরুজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহাফুজুর রহমান, উপজেলা কৃষকলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার মাতুব্বর, প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজু, কৃষক মনিন্দ্রনাথ শিকদার ও মমতাজ বেগম প্রমূখ।
সমাবেশে কৃষকদের পতিত জমি আবাদ করে দেশে খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জণে উৎপাদন বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সভায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় খাদ্য উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মঠবাড়িয়া উপজেলার কৃষি বিষয়ক বিভিন্ন কর্মপরিকল্পনা বাস্তবায়নের রুপরেখা তুলে ধরা হয়।
সমাবেশ শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান প্রান্তিক কৃষকদের মাঝে রবি মৌসুমে ২ হাজার ৯শ ৮০ জন কৃষকদের মাঝে মুগ, খেসারী, সরিষা, সূর্যমূখী, গম, ভুট্টা, সয়াবিন, মসুরসহ ৮ ধরনের বীজ, ২ হাজার ৯শ জনকে হাইব্রীড বীজ ধান ও ৮শ ৭০জন কৃষককে উফশি জাতের বীজ ধান বিতরণ কর্মসূচিরও উদ্বোধন করেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার পাঁচ শতাধিক কৃষক অংশগ্রহণ করেন।
Comments
আরও পড়ুন





