কমিউনিটি ক্লিনিক পরিচালনায় স্থানীয় জনপ্রতিনিধিদের ভুমিকা শীর্ষক প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার: মঠবাড়িয়ায় কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য সেবার মান বাড়াতে কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি) কর্তৃক ক্লিনিক পরিচালনায় স্থানীয় সরকার প্রতিনিধিদের প্রশিক্ষণ শুরু হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে দুইদিন ব্যাপি এ প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহমেদ। এ সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আলী হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আবাসিক মেডিক্যাল অফিসার ডা. ফেরদৌস ইসলাম, ডা. তারিকুল ইসলাম ও সাংবাদিক মিজানুর রহমান মিজু প্রমূখ।
প্রশিক্ষনে তুষখালী ও ধানীসাফা ইউনিয়নে ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, ইউনিয়ন পরিষদের সচিবসহ ২৮ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করেন।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আলী হাসান জানান, কমিউনিটি ক্লিনিকের সেবাকে আরও জনগণের দোড় গোড়ায় পৌছে দেয়ার লক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করণের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা। তিনি আরও জানান, ১১টি ইউনিয়নে মোট ১৫৪ জনকে এ প্রশিক্ষণের আওতায় আনা হবে।
Comments
আরও পড়ুন





