এবার করোনার উপসর্গ নিয়ে স্কুল শিক্ষিকার মৃত্যু

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় করোনা উপসর্গ নিয়ে ১১১ নং পূর্ব ঘটিচোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মনিরা আক্তার (৪০) এর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১০ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সের জরুরী বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিন সন্তানের জননী নিহত মনিরা আক্তার উপজেলার সবুজ নগর গ্রামের বাবুল মিয়ার স্ত্রী ও একই এলাকার দেলোয়ার হোসেন মুন্সীর মেয়ে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত পাঁচ/ছয় দিন আগে ওই শিক্ষিকার শরীরে জ্বর ও সর্দি-কাঁশি দেখা দেয়। বৃহস্পতিবার সকাল ৯টর দিকে ওই শিক্ষিকাকে মুমূর্ষূ অবস্থায় স্বজনরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সকাল ১০ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষিকার মৃত্যু হয়।
মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফেরদৌস ইসলাম বলেন, ওই স্কুল শিক্ষিকাকে মুমুর্ষ অবস্থায় নিয়ে আসার কিছুক্ষনের মধ্যেই জরুরী বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার জ্বর ও প্রচন্ড শ্বাসকষ্ট ছিল বলে তিনি জানান।
মনিরা আক্তারের আকষ্মিক মৃত্যুতে মঠবাড়িয়ার গোটা শিক্ষক সমাজের মাঝে শোকের ছায়া নেমে আসছে।
Comments
আরও পড়ুন





