উন্নত পদ্ধতিতে মাছ চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন

স্টাফ রিপোর্টার: স্থানীয় চাহিদা পূরণের লক্ষে মৎস্য খামারীদের পুকুরে আধুনিক ও উন্নত পদ্ধতিতে মাছ বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু হয়েছে। উপজেলা পরিষদের আয়োজনে গত ৩০ ডিসেম্বর সোমবার ৬দিন ব্যাপী এ কর্মশালার প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো: রিয়াজ উদ্দিন আহম্মেদ।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: মোজাম্মেল হক এর সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো: সরোয়ার্দী, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের পরিচালক বিপ্লব ঠাকুর, সাংবাদিক মিজানুর রহমান মিজু প্রমুখ।
কর্মশালায় ৩০জন মৎস্য চাষী দিনব্যাপী এ কর্মশালায় অংশগ্রহণ করেন।
উদ্বোধনী ভাষনে প্রধান অতিথি রিয়াজ উদ্দিন আহম্মেদ বলেন, মাছের চাহিদা পূরণে মৎস্য খামারীরা আধুনিক ও উন্নত প্রশিক্ষণ নিয়ে মৎস্য উৎপাদন বাড়াবে। এতে যেমন দেশের উন্নয়ন হবে তেমনি মাছের অভাব পূরণ হবে। বেকারত্বও ঘুচে যাবে। এজন্য প্রতিটি প্রশিক্ষণার্থীদের মনোযোগ সহকারে প্রশিক্ষণ গ্রহণ করারও আহ্বান জানান।
Comments
আরও পড়ুন





