ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী সম্ভাব্য নারী প্রতিনিধিদের ওরিয়েন্টেশন

স্টাফ রিপোর্টার: উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী সম্ভাব্য নারী প্রতিনিধিদের নিয়ে টিকিকাটা ইউনিয়ন পরিষদ সভাকক্ষে রোববার (২৪ জানুয়ারী) দিনব্যাপী রূপান্তর অপরাজিতা-নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
ওরিয়েন্টেশন পরিচালনা করেন, মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসার নাজমুল হুসাইন, স্টেপস্ এর উপজেলা সমন্বকারী ইসরাত জাহান মমতাজ ও রূপান্তরের উপজেলা সমন্বকারী কোহিনুর বেগম।
মঠবাড়িয়ার ১১টি ইউনিয়নের মধ্যে এ পর্যন্ত টিকিকাটা, বড়মাছুয়া, আমড়াগাছিয়া, সাপেলেজাসহ মোট ৪টি ইউনিয়নে নির্বাচনে অংশগ্রহণকারী সম্ভাব্য নারী প্রতিনিধিদের নেতৃত্ব¡ বিকাশ ও নারীর ক্ষমতায়ন, নারী সদস্যদের দায়-দায়িত্ব, শিক্ষা, স্বাস্থ্য, প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, পর্যাপ্ত বাজেট বরাদ্দ, নারীর অবস্থা, অবস্থান, রাজনীতিতে নারীর অংশগ্রহণ, চ্যালেঞ্জ এবং সম্ভাবনা, নির্বাচনে ভোটার ও প্রার্থী হিসেবে তাদের ফরম পূরণ, নির্বাচনী ব্যয়, আচরণ রাজনীতি সচেতনতা, রাজনৈতিক দলে নারীর অবস্থা, স্থানীয় সরকার নিয়ে আলোচনা করা হয়।
Comments
আরও পড়ুন





