আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার: “তথ্য অধিকার সংকটে হাতিয়ার”, “সংকটকালে তথ্য পেলে জনগনের মূক্তি মেলে” এ প্রতিপাদ্যকে নিয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় তথ্য জানার অধিকারের বিষয়ে সচেতনতা বাড়াতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রসাশনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভুমি) আকাশ কুমার কুন্ডু এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফেরদৌস ইসলাম, উপ-পুলিশ পরিদর্শক মাইনুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা আক্তার, প্রেসক্লাবের সভাপতি জাহিদ উদ্দিন পলাশ, সাবেক সভাপতি আবদুস সালাম আজাদী, সাংবাদিক ইশরাত জাহান মমতাজ প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, তথ্য অধিকার আইন দেশের সব পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, সুশাসন প্রতিষ্ঠা এবং সর্বস্তরে দুর্নীতি দূরীকরণের একটি কার্যকর ভূমিকা রাখছে। তথ্য অধিকার আইনের বিভিন্ন দিক সম্পর্কে জনগণকে অবহিত করার পাশাপাশি এ আইনের যথাযথ প্রয়োগে তথ্য কমিশনকে আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করার আহবান জানান।
Comments
আরও পড়ুন





