অমাবশ্যার জোঁ ও ভারী বর্ষণের পানিতে মিরুখালী-সাফা সড়ক খালগর্ভে
স্টাফ রিপোর্ট : অমাবশ্যার জোঁ ও নিম্ন চাপের প্রভাবে গত ৩ দিনের অবিরাম বর্ষণে উপকুলীয় মঠবাড়িয়ার নিম্নাঞ্চলে ৩/৪ ফুট পানি বৃদ্ধি পেয়েছে। এতে সড়ক, মাছের ঘের, ফসলের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্ন চাপের প্রভাবে গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ৩ দিনের টানা বৃষ্টিতে উপজেলার একটি পৌরশহর ও ১১ ইউনিয়নের নিম্নঞ্চল প্লাবিত হয়। এতে জনজীবনে দুর্ভোগ নেমে আসে। স্থানীয় মিরুখালী ইউনিয়নের বাদুরা শেখ ফজিলাতুন্নেছা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. মো. আবুল কালাম জানান, শনিবার সকাল থেকে ৩/৪ফুট পানি বৃদ্ধি ও জোয়ারে স্রোতের অতিরিক্ত পানিতে সড়ক ও জনপথ বিভাগের আমুয়া-মিরুখালী-সাফা পাকা সড়কের (ত-৮৮১৫) ৩টি জায়গায় ভাঙ্গন দেখা দেয়। ভাঙ্গন কবলিত এলাকাগুলো হলো ডা. বাড়ীর খাল, মিরুখালী বাজারের কাজী অফিসের সম্মুখ ও মিরুখালী কলেজের পশ্চিম পাশের পাকা সড়কের ৩টি স্থান বিষখালী নদীর পানির স্রোতের কারনে দেবে গিয়ে চলাচলের অনুপযোগি হয়ে পড়েছে। তিনি আরও জানান যে, ডা. বাড়ীর খালে ভাঙ্গনে ১শ ৫০ বস্তা ভর্তি বালি দেয়া হয়েছে।
মিরুখালী ইউপি চেয়ারম্যান আ. সোবহান শরীফ জানান, বিষখালীর জোয়ারের তোরে রাস্তার বিভিন্নস্থান দেবে ভাঙ্গনের সৃষ্টি হয়েছে।
এছাড়া পৌরশহরের দক্ষিণ বন্দর, থানাপাড়ায় অতিরিক্ত পানিতে দুর্ভোগ পোহায়। অপরদিকে উপজেলার নিম্নঞ্চল এলাকায় প্রায় ৫০টি মাছের ঘের অতিরিক্ত পানিতে ডুবে আংশিক ক্ষতিগ্রস্থ হওয়ার খবর পাওয়া গেছে। ওয়াহেদাবাদ গ্রামের আ. রহিম খন্দকার জানান, তার প্রায় অর্ধ লাখ টাকার মাছ পানিতে ভেসে গেছে।
এব্যাপারে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম আজহারুল ইসলাম জানান, বর্তমানে মা ইলিশ রায় বলেশ্বর নদে অভিযানে ব্যস্ত থাকার পরেও তিনি স্বীকার করেন যে, নিম্নঞ্চল এলাকায় অতিরিক্ত পানিতে মাছের ঘেরের ক্ষতি হতে পারে। তবে ক্ষয়-ক্ষতির সঠিক তথ্য সংগ্রহ করতে পারিনি। অভিযান শেষে ক্ষয়-ক্ষতির তথ্য সংগ্রহ করে জানাবেন বলে তিনি জানান।
Comments
আরও পড়ুন





