অনার্স পড়া হলো না সাইমুমের ॥ হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়ায় ডা. রুস্তম আলী ফরাজী কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের অনার্স ১ম বর্ষের ছাত্র মুহতাসিন রহমান সাইমুম (১৯) এর আর অনার্স পড়া হলো না। কলেজ থেকে ফিরে বুধবার (২ অক্টোবর) দুপুরে সাড়ে ১২টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে না ফেরার দেশে চলে গেলেন। সাইমুম উপজেলার বেতমোর রাজপাড়া গ্রামের সাবেক প্রভাষক ও সৌদি প্রবাসী মজিবুর রহমান বাচ্চু ফরাজীর বড় ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত কয়েকদিন আগে সাইমুম সোনাখালী ডা. রস্তম আলী ফরাজী কলেজে অনার্স ভর্তি হয়। ভর্তির কার্যক্রম শেষ করে বুধবার কলেজ থেকে নানা সাবেক পৌরসভার ৩নং ওয়ার্ডের কাউন্সিলর হেমায়েত উদ্দিনের বাসার উদ্দেশ্যে রওয়ানা দেয়। টিকিকাটা ইউনিয়ন পরিষদ সম্মুখে চাতালের ব্রিজে ওঠা মাত্রই হৃদরোগে আক্রান্ত হন। এসময় দ্রুত তাকে হাসপাতালে নেয়ার পর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আলী হাসান, আবাসিক মেডিকেল অফিসার ডা. মনিরুজ্জামানসহ সকল মেডিকেল অফিসার তাকে মৃত ঘোষণা করেন।
আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় ৩নং ওয়ার্ডের পথকলি স্কুলের সামনে প্রথম জানাযা ও দুপুর সাড়ে ১১টায় ফরাজী বাড়ীতে নামাজের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
কলেজ ছাত্র সাইমুমের অকাল মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার সহপাঠী বন্ধু-বান্ধবসহ মঠবাড়িয়ার সর্বত্র শোকের ছায়া নেমে আসে। সাইমুমের আকষ্মিক মৃত্যুতে মঠবাড়িয়া সংবাদ পরিবার গভীর শোক প্রকাশ করেছেন।
Comments
আরও পড়ুন





