অগ্নিকান্ডে তিনটি বসত ঘর পুড়ে ছাই! ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

স্টাফ রিপোর্টার: মঠবাড়িয়া বুধবার (১৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ মিঠাখালী (কাছিছিড়া) গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে তিনটি বসত পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানান।
ক্ষতিগ্রস্থ সুপারী ব্যবসায়ী ওই গ্রামের মৃত. জব্বার মৃধার ছেলে দুলাল জানান, সকালে প্রতিবন্ধি ভাতিজা বেল্লাল (২৭) তার মাকে আঘাত করে। আহত ওই ছোট ভাইয়ের স্ত্রীকে নিয়ে হাসপাতালে যাই। এর কিছুক্ষণ পরে লোক মুখে জানতে পাই ঘরে আগুন লেগেছে। খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে আসার আগেই আগুনের লেলিহান শিখা মূহুর্তে ছড়িয়ে পরলে আমার ও ছোট ভাই হাবিব এবং মা সবুরজানের বসত ঘর পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয়রা শত চেষ্টা করেও আগুন নেভাতে পারেনি এমনকি ঘরের কোন মালামাল বের করতে পারেনি।
Comments
আরও পড়ুন





